বাংলা হান্ট ডেস্ক: শেখর কাপুর পরিচালিত “মিস্টার ইন্ডিয়া” ছবিটি আপনারা নিশ্চয়ই দেখেছেন। যেখানে ছবির নায়ক অনিল কাপুর ঘড়ি পরলেই অদৃশ্য হয়ে যেতে পারতেন। তবে, এতদিন সেটি শুধুমাত্র সিনেমাতেই সম্ভব হলেও এবার অসাধ্যসাধন করল চিন (China) বরং, সম্প্রতি জিনপিংয়ের দেশ এমন একটি নতুন প্রযুক্তি খুঁজে পেয়েছে যার মাধ্যমে একজন ব্যক্তি সত্যিই অদৃশ্য হয়ে যেতে পারেন। হ্যাঁ, প্ৰথমে জেনে অবাক হয়ে গেলেও এটাই সত্যি।
মূলত, চিন এমন একটি হাইটেক কোট তৈরি করেছে যেটি পরার সাথে সাথে মানুষ অদৃশ্য হয়ে যেতে পারে। এমনিতেই আমরা জানি যে, প্রযুক্তিগত দিক থেকে চিন অনেকটাই এগিয়ে রয়েছে। তবে, তাদের এই উদ্ভাবন এবার সকলকেই অবাক করেছে। জানা গিয়েছে, এই কৌশলটি তৈরি করেছে চিনা পড়ুয়ারা। পাশাপাশি, তারা এই কোটের নাম দিয়েছে InvisDefense।
এই কোটটি AI ভিত্তিক প্রযুক্তিতে তৈরি। যা পরলে একজন মানুষ অদৃশ্য হয়ে যেতে পারে। সবচেয়ে অবাক করার মত বিষয় হল, এই কোট পরে একজন ব্যক্তি সিকিউরিটি ক্যামেরারও নজর এড়িয়ে যেতে পারেন। অর্থাৎ, ওই কোটকে কাজে লাগিয়ে যে কি কি ভয়াবহ কাজ করা যেতে পারে তা সহজেই অনুমেয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চিনা সরকার তার নাগরিকদের নিরীক্ষণের জন্য সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করে।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, পড়ুয়ারা এই কোট সম্পর্কে জানিয়েছে যে, কোটটি পরার পর ওই ব্যক্তিকে আর দেখা যাবে না এবং AI যুক্ত সিকিউরিটি ক্যামেরার সাহায্যেও ওই ব্যক্তিকে ধরা যাবে না। তবে, কোট পরা ব্যক্তিকে খালি চোখে দেখা যেতে পারে বলে জানা গিয়েছে।
এদিকে, রাতে ওই কোট AI মনিটর হিট সিগন্যাল জেনারেট করে। যার কারণে, এহেন কোট পরিহিত ব্যক্তি সহজেই সিকিউরিটি ক্যামেরার নজর থেকে রক্ষা পেতে পারেন। সহজ কথায়, এই কোটটি পরলে আপনি সেই সমস্ত লোকদের থেকে রক্ষা পেতে পারেন যারা আপনার উপর নজর রাখছে। এমনকি চিনা সরকারের AI নজরদারিও এড়ানো যাবে এর ফলে।
এমন পরিস্থিতিতে, ইতিমধ্যেই চিন সরকার এই কোটের বিপদ বুঝতে পেরে এটিকে নিষিদ্ধ করেছে। মূলত, সরকার এই কোটটিকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত করে বিষয়টিকে নিষিদ্ধ করেছে। পাশাপাশি, এই প্রসঙ্গে সরকার জানিয়েছে, এই কোটের সাহায্যে বিভিন্ন সন্দেহজনক জিনিস যেকোনো স্থানে নিয়ে যাওয়া যাবে। শুধু তাই নয়, এটি এতই বিপজ্জনক যে ওই সন্দেহজনক পণ্যগুলি ধরাও কঠিন হবে। আর সেই কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।