লাদাখ সীমান্তে ফের ৪০ হাজার সেনা মোতায়েন চীনের! আবারও বাড়তে পারে উত্তেজনা

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) আর চীনের (China) মধ্যে জারি উত্তেজনা আবারও বাড়তে চলেছে। চীন এখনো লাদাখ (Ladakh) বর্ডারের আশেপাশে তাঁদের সেনা মোতায়েন করে রেখেছে, আর সেখান থেকে যাওয়ার নাম নিচ্ছে না। প্রায় আড়াই মাসের বেশি ধরে চীনের সাথে ভারতের এই উত্তেজনা চলছে। মেজর জেনারেল স্তরের ডজন খানেক বৈঠক হয়েছে, কম্যান্ডার স্তরের চারটি বৈঠক হয়েছে, তবুও চীন সীমান্ত থেকে খুব একটা পিছু হটার নাম নিচ্ছে না। চীন এখনো ভারতীয় সীমান্তের আশেপাশেই আছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, লাদাখ সীমান্তে এখনো ৪০ হাজার চীনের জওয়ান আছে।

ladakh army

১৪ই জুলাই ভারত আর চীনের মধ্যে কম্যান্ডার স্তরের চতুর্থ বৈঠক হয়েছিল, আর সেই বৈঠকে দ্বিতীয় পর্যায়ের সেনা হটানর প্রস্তাবে রাজি হয়েছিল দুই দেশই। কিন্তু বৈঠকের পরেও চীন দ্বিতীয় পর্যায়ে এক ইঞ্চিও সেনা হটায় নি। প্রথম পর্যায়ে গালওয়ান হট স্প্রিং গোগরা থেকে ১ থেকে ২ কিমি পর্যন্ত চীন আর ভারতীয় সেনা পিছু হটেছিল। শুধু তাই নয়, বছরের পর বছর ধরে বিতর্কের প্রধান কারণ হয়ে থাকা প্যাংইয়াং লেক থেকেও চীনের সেনা পিছু হটেছিল। কিন্তু এরপর তাঁরা আর পিছু হটেনি।

গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লেহ-এর সফরে নিজের বয়ানে বলেছিলেন যে, চীন এত সহজেই যাবে না। রাজনাথ সিং বলেছিলেন যে, চীনের সাথে যা কথাবার্তা হয়েছে সেটার পর সমস্যার সমাধান হওয়ার দরকার, কিন্তু কত পর্যন্ত সমস্যা মিটবে সেটা বলা যাচ্ছে না। আমরা যেকোন পরিস্থিতির সন্মুখিন হওয়ার জন্য প্রস্তুত। দুই দেশের কম্যান্ডার স্তরের কথাবার্তা হওয়ার কথা ছিল, কিন্তু দ্বিতীয় দফায় সেনা না হটায় এই কথাবার্তা হওয়ার আশা অনেক কম।

rajnath 2

সুত্র অনুযায়ী, চীন প্রথম থেকেই LAC থেকে পিছু হটার জন্য প্রস্তুত ছিল না। আরেকদিকে, চীনের আক্রমণাত্বক মনোভাবের কারণে আমেরিকা, জাপান আর অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এখন সরাসরি ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। চীনকে বিশ্বের সমস্ত শক্তিশালী দেশগুলো চারিদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। আর এই নিয়ে চরম সমস্যায় আছে বেজিং।

Koushik Dutta

সম্পর্কিত খবর