POK-তে ভারতের বিরুদ্ধে একজোট হচ্ছে চীন পাকিস্তান, রাখছে কড়া নজরদারী

বাংলাহান্ট ডেস্কঃ কাশ্মীরে (Kashmir) ভারতের (India) জোরদার ভূমিকা দেখে কিছুটা হলেও সংকটে রয়েছে চীন (China) পাকিস্তান (Pakistan)। POK-তে চীন এবং পাকিস্তান একজোট হয়ে এবার ভারতের উপর নজরদারীর কৌশল করেছে। সূত্র মারফত জানা যায়, POK-তে চীন সার্ভিল্যান্স সিস্টেম স্থাপন করেছে। সেই সঙ্গে গুজরাট এবং রাজস্থানেও চলছে সমান নজরদারী।

একজোট হয়েছে চীন পাকিস্তান
শোনা গিয়েছে ভারতের সীমান্ত এলাকায় নজরদারি রাখার জন্য বরফের জায়গায় কার্যকরী ভারী পোশাক চীনের থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সমগ্র বিশ্বের চোখে সন্ত্রসাবাদী পাকিস্তান এবং কোণঠাসা চীন একত্রিত হয়ে বর্তমানে ভারতের ক্ষতি করার জন্য POK-তে একজোট হয়েছে।

pok 3

চীনের সহাওতায় সার্ভিল্যান্স সিস্টেম বসাচ্ছে পাকিস্তান
শুধুমাত্র POK-তেই নয়, সূত্র মারফত জানা যায়, গুজরাট এবং রাজস্থানের অন্তরাষ্ট্রীয় সীমায়ও নিজেদের নজর বাড়াচ্ছে। সেইসঙ্গে ভারতীয় সেনাদের গতিবিধি লক্ষ্য করতে, জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরের সামনে পাকিস্তান POK-তে চীনের থেকে প্রাপ্ত সার্ভিল্যান্স সিস্টেম স্থাপন করেছে। POK-তে পাকিস্তান জিয়ারত ট্রপ এবং ফরওয়ার্ড ডিফেন্স লোকেশন চলিরাতে সার্ভিল্যান্স সিস্টেম স্থাপন করেছে।

pok 2 1

তৈরি হচ্ছে সড়ক পথ, রানওয়েও
চীন সিঞ্জিয়াং থেকে পাকিস্তানের গোয়াদর পর্যন্ত পাক অধ্যুষিত কাশ্মীরের মধ্যবর্তী পথ দিয়ে সড়ক বানাচ্ছে। সে অঞ্চল ভারত নিজেদের অংশ বলে দাবী জানায়। এই পরিস্থিতিতে চীন পাকিস্তান একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে একজোট হচ্ছে। রাজস্থানের জয়সলমীর, বিকানের, বাড়মের এবং শ্রীগঙ্গানগরে পাকিস্তান সার্ভিল্যান্স সিস্টেম বসিয়েছে। এছাড়া গুজরাটের ভুজ থেকে ৫০-৬০ কিমি দূরে এয়ারপোর্ট এবং রানওয়ে বানাচ্ছে। পাকিস্তান এইভাবে চীনের সাহায্য করছে, যাতে করে ভারতের সাথে যুদ্ধের সময় চাইনিজ সেনারা সহজেই ভারতে প্রবেশ করতে পারে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর