বন্ধ স্কুল, জারি অ্যালার্ট! চীনে নতুন মহামারী, শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে এই ভয়ঙ্কর রোগ

বাংলা হান্ট ডেস্ক: করোনার পর ফের এক নতুন মহামারী! চীনে এখন একটি নতুন রোগ ব্যাপক আকারে ছড়াচ্ছে। ওই দেশের স্কুলগুলিতে আরও একটি রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। বর্তমানে স্কুলগুলিতে রহস্যময় নিউমোনিয়ার প্রাদুর্ভাব বাড়ছে, এই উদ্বেগজনক পরিস্থিতি কোভিড সঙ্কটের প্রথম দিনগুলির কথা মনে করিয়ে দিচ্ছে।

উত্তর-পূর্বের বেজিং এবং লিয়াওনিংয়ের হাসপাতালে প্রচুর সংখ্যক শিশু ক্রমাগত একই ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই রহস্যময় নিউমোনিয়া প্রাদুর্ভাবের কারণে বেশিরভাগ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

এই রহস্যময় নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ফুসফুসে ফুলে যাওয়া এবং অত্যধিক পরিমাণে জ্বর-সহ অন্যান্য অস্বাভাবিক লক্ষণ দেখা যাচ্ছে। তবে, কাশি এবং ফ্লু, আরএসভি এবং শ্বাসযন্ত্রের রোগ সম্পর্কিত অন্যান্য উপসর্গ সেই শিশুদের মধ্যে দেখা যাচ্ছে না। ওপেন-অ্যাক্সেস নজরদারি প্ল্যাটফর্ম ProMed মঙ্গলবার অনির্ধারিত নিউমোনিয়ার একটি উদীয়মান মহামারী সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে, যা বিশেষ করে শিশুদের প্রভাবিত করে।

আরও পড়ুন: মিড-ডে মিল আনতে গিয়ে বিস্ফোরণ! বল ভেবে খেলতে গিয়ে মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি তিন শিশুর

যদিও এখনও এটিকে মহামারী বলতে রাজি নয় চীন। তবে এটির উপরে কড়া নজরদারি চালানো হচ্ছে। সরকারের তরফে সবরকমের ব্যবস্থা এবং সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

bengal child
প্রতীকী ছবি

উল্লেখ্য, ২০২০ সালে করোনা (Covid) মহামারী বিশ্বজুড়ে প্রভাববিস্তার করেছিল। যার জেরে প্রচুর দেশ লকডাউনের (Lockdown) পথে হেঁটেছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল অর্থনীতি। করোনায় মৃত্য়ু হয়েছিল লক্ষ লক্ষ মানুষের। আর এবার ফের এক নয়া মহামারীর আশঙ্কা করা হচ্ছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর