চীনের (china) একটি বড় ডেটা সংস্থা ১০ হাজার ভারতীয় ও ভারতের (india) বিভিন্ন সংস্থার ওপর গোপনে নজর রাখছে বলে সম্প্রতি উঠে আসছে ইন্ডিয়ান এক্সপ্রেসের করা এক তদন্তে। এই ১০ হাজার মানুষের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, গান্ধী পরিবারের সদস্যরা, কয়েকজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী। এছাড়াও বিচার বিভাগ, ব্যবসা, ক্রীড়া, মিডিয়া, সংস্কৃতির সাথে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজর রাখা হচ্ছে বলে অভিযোগ। তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আসুন জেনে নি কোন কোন গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্বের ওপর নজর রাখছে চীন।
নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী
রামনাথ কোবিন্দ, রাষ্ট্রপতি
জেপি নাড্ডা, বিজেপি সভাপতি
সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি
মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী
রাহুল গান্ধী, কংগ্রেস নেতা
প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস নেতা
বিপিন রাওয়াত, চিফ অফ ডিফেন্স স্টাফ
এসএ ববদে, ভারতের প্রধান বিচারপতি
রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রক
নির্মলা সীতারামণ, কেন্দ্রীয় মন্ত্রী, অর্থমন্ত্রক
রবিশঙ্কর প্রসাদ, কেন্দ্রীয় মন্ত্রী, আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রিক
পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী, রেল মন্ত্রক
স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মন্ত্রী, বস্ত্র মন্ত্রক
ভি কে সিং, কেন্দ্রীয় মন্ত্রী, পরিবহন মন্ত্রক
কিরণ রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী, ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রক
রমেশ পোখরিয়াল নিশঙ্ক, কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রক
জিসি মুর্মু, নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল (সিএজি)
অমিতাভ কান্ত, নিতি আইয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা মো
রতন টাটা, চেয়ারম্যান (এমেরিটাস), টাটা গ্রুপ
গৌতম আদানী, চেয়ারম্যান, আদানী গ্রুপ
শচীন তেন্ডুলকার, ক্রিকেটার
শ্যাম বেনগাল, চলচ্চিত্র পরিচালক
শিবরাজ সিং চৌহান, মুখ্যমন্ত্রী, মধ্য প্রদেশ
অশোক গেহলট, মুখ্যমন্ত্রী, রাজস্থান
উদ্ধব ঠাকরে, মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্র
অমরিন্দর সিং, মুখ্যমন্ত্রী, পাঞ্জাব
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ
রমন সিং,প্রাক্তন মুখ্যমন্ত্রী, ছত্তিসগড়
অশোক চবন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, কর্ণাটক সিদ্ধারামাইয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্র
হরিশ রাওয়াত,প্রাক্তন মুখ্যমন্ত্রী, উত্তরাখণ্ড
লালু প্রসাদ যাদব,প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিহার
ভূপিন্দর সিং হুদা,প্রাক্তন মুখ্যমন্ত্রী, হরিয়ানা
বাবুলাল মরান্দি,প্রাক্তন মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ড
নেতাদের পরিবারের সদস্যরাও রয়েছেন এই তালিকায়
সাবিতা কোবিন্দ, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্ত্রী
গুরশরণ কৌর, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্ত্রী
জুবিন ইরানি, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীর স্বামী
সুখবীর সিং বাদল,কেন্দ্রীয় মন্ত্রী হরসিম্রত কৌরের স্বামী, ইউপির প্রাক্তন মুখ্যমন্ত্রী
ডিম্পল যাদব, আখিলেশ যাদবের স্ত্রী
এছাড়াও ভারতের তিন বাহিনীর ১৫ জন প্রাক্তন প্রধান, আড়াইশ আমলা ও কূটনীতিককেও রাখা হয়েছে নজরে। রয়েছে বিজেপি ও কংগ্রেসের আরো অনেক গুরুত্বপূর্ণ নেতা। ১৩০০ এর ওপরে রাজনৈতিক ব্যাক্তিত্ব ও ৩৫০ সাংসদ