করোনার বিরুদ্ধে আমার লড়াইয়ের প্রশংসা করেছেন পিএম মোদী, দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার (United States) রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) করোনার বিরুদ্ধে করা ওনার কাজের প্রশংসা করেছেন। ট্রাম্প ডেমোক্র্যাটিক পার্টির (Democratic Party) নেতা তথা নিজের প্রতিদ্বন্দ্বী জো বিডেনের (Joe Biden) বিরুদ্ধে শাসনে থাকাকালীন ‘সোয়াইন ফ্লু” এর বিরুদ্ধে লড়াইয়ে পুরোপুরি ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন। আর তখনই তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমার কাজের প্রশংসা করেছে।

xtrump 25 1464175555 1582121486.jpg.pagespeed.ic .t8o6iInckr
ডোনাল্ড ট্রাম্প/ Donald trump

ট্রাম্প নাভাডা-এর একটি নির্বাচনী সভায় বলেন, এখনো পর্যন্ত আমরা ভারত সমেত অন্য বড় দেশ গুলোকের থেকে করোনার পরীক্ষা বেশি করিয়েছি। আমেরিকার পর ভারত দ্বিতীয় স্থানে আছে। আমরা ভারতের থেকে ৪ কোটি ৪০ লক্ষ বেশি পরীক্ষা করিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে ফোন করে বলেছেন যে, আপনি করোনার টেস্ট করানো নিয়ে খুব ভালো কাজ করছেন।

রাষ্ট্রপতি বলেন, আমেরিকার দ্বারা করা টেস্টে নরেন্দ্র মোদী মন্তব্য মিডিয়ার বোঝা উচিত, কারণ এই মিডিয়ায় করোনার মহামারীর বিরুদ্ধে লড়াই করা নিয়ে আমাকে আক্রমন করছে। ট্রাম্প বলেন, বিডেনের রেকর্ড দেখায় যে, চীনের ভাইরাস ওনার শাসনকালে এলে আরও লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাতেন। উপরাষ্ট্রপতি হিসেবে আরথিক মন্দার পর ওনার নেতৃত্বে অনেক ধীর গতিতে আর্থিক বৃদ্ধি হয়েছিল।

উনি দাবি করেছেন যে, গত চার বছরে আমেরিকানরা চাকরি পেয়েছে, সীমান্ত সুরক্ষিত হয়েছে আর সেনার শক্তি বেড়েছে। আমেরিকায় আগামী নভেম্বর মাসে রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে ট্রাম্পের সাথে বিডেনের জোর টক্কর হওয়ার সম্ভাবনা বেশি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর