কুকুরকে নেকড়ে বানিয়ে দিল চীনের চিড়িয়াখানা! তুমুল ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ কুকুর আর নেকড়ের মধ্যে কিছুটা সামঞ্জস্য রয়েছে। দুটি প্রাণীই একটি জিনগত প্রোফাইলের অন্তর্ভুক্ত। তাই বলে নেকড়ের বদলে কুকুর এটা মেনে নেওয়া যায় না। এই জিনিসগুলির সুযোগ নিয়ে চীনের একটি চিড়িয়াখানাটি পর্যটকদের বোকা বানানোর চেষ্টা করেছিল। চীনের হুবাই প্রান্তের সেন্টারাল চিড়িয়াখানায় পর্যটকদের বোকা বানাতে নেকড়ের খাঁচায় একটি কুকুরকে রাখা হয়েছিল। এক পর্যটক সেই কুকুররের ভিডিও তুলে ইন্টারনেটে ছেড়ে দেয়। ভিডিও সামনে আসার পর গোটা বিশ্বে চীনকে নিয়ে হাসিঠাট্টা শুরু।

এই ভিডিও ‘শু” নামের এক ব্যক্তি রেকর্ড করেছিলেন, আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, চিড়িয়াখানায় নেকড়ের খাঁচায় কালো আর বাদামি রঙের একটি রটওয়েলার কুকুর আছে।

রিপোর্ট অনুযায়ী, পর্যটক যখন এই বিষয়ে চিড়িয়াখানার কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে, তখন তাঁরা জানান কিছুদিন আগে এই খাঁচায় থাকা নেকড়েটি বার্ধক্যজনিত সমস্যার কারণে প্রয়াত হয়েছে। এরপর ওই কুকুরটিকে অস্থায়ী রুপে রাখা হয়। এলাকায় বিনা অনুমতিতে ঘোরা মানুষদের রোখার জন্য ওই কুকুরটিকে সেখানে রাখা হয়েছে।

https://youtu.be/JxLkLiUGC5U

চিড়িয়াখানার এক কর্মচারী বলেন, করোনা মহামারীর কারণে এখানকার পরিস্থিতি ঠিক নেই। সোশ্যাল মিডিয়ায় এখন সবাই চিড়িয়াখানার অন্য জানোয়ারদের নিয়ে চিন্তা জাহির করেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর