বাংলাহান্ট ডেস্কঃ চীন (Chaina) আবার পাকিস্তানের (Pakistan) সাথে থাকার মত প্রকাশ করছে। এর দ্বারা প্রকাশ পাচ্ছে যে পাকিস্তানের সব সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে চীন সহমত আছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তান যেসকল পদক্ষেপ গ্রহণ করবে, চীন তাতে সমর্থন করবে বলে জানায়। এখন যখন সমগ্র বিশ্ব করোনা ভাইরাসের (COVID-19) বিষয়ে চীনের দিকে অঙ্গুলি নির্দেশ করছে, সেই সময় চীন সন্ত্রাসমূলক কাজকর্মের জন্য পাকিস্তানেরর পাশে আছে বলে তাঁদেরকে আশ্বাস দিচ্ছে।
চীন পাকিস্তানেকে তাঁদের আয়ত্তায় রাখতে চায়। এখন পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়ে পাকিস্তানের প্রধানদের চীনে আসার প্রস্তাব দেয়। এবং তারপর চীন পাকিস্তানকে নিজের দলে রাখার জন্য আশ্বাস দেয় যে চীন যে কোন পরিস্থিতিতে পাকিস্তানের পাশে আছে। চীনের প্রধান জিং পিং বলেন, ‘অন্তরাস্ট্রীয় স্তরে নিজেদের স্থান পরিবর্তন নিয়ে কোন সমস্যা হবে না। তবে চীন এবং পাকিস্তানের বন্ধুত্ব সবসময় অটুট থাকবে। এই দুই দেশ সমগ্র বিশ্বের সামনে এমন এক মডেল প্রকাশ করবে, যা মানবজাতির কল্যাণে কাজে লাগবে’।
চীনের আহ্বানে পাকিস্তানের রাষ্ট্রপতি চীনে গিয়ে এই বিষয়ে আলোচনা করেন। এবং দুই দেশের রাষ্ট্রপতি নিজেদের মধ্যে হাত মিলিয়ে বন্ধুত্বের আদানপ্রদান করেন। এই ঘটনার পর তাঁদের উপর বিভিন্ন প্রশ্নবাণ ছুটে আসতে থাকে। একদিকে সমগ্র বিশ্ব এখন করোনা আতঙ্কে ভুগছে, কিন্তু অন্যদিকে চীন এবং পাকিস্তান তাঁদের প্রপাগন্ডা ছাড়তে নারাজ।
প্রসঙ্গত বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের রাজত্বে, ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়েছে। আর এই বিষয়টাই চীন মেনে নিতে পারছে না। বর্তমানে চীন দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রাধান্য বিস্তার নিয়ে খুব চিন্তায় রয়েছে। ট্রাম্পের ভারত আগমনে সমগ্র বিশ্বে মোদী এবং ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে আলোচিত হয়েছিল। এই কারণেই চীন পাকিস্তানের সঙ্গে তার বন্ধুত্ব বাড়িয়েই চলেছে। পাকিস্তান যেহেতু সন্তাসবাদের আঁতুড় ঘর, সেহেতু এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব কোন দেশই ভালো ভাবে দেখছে না।