ভ্যাকসিন না, এই ওষুধই সারিয়ে তুলবে করোনা রোগীকে দাবি চিনের গবেষকের! সফল হল পরীক্ষণ

বাংলা হান্ট ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনা গোটা বিশ্বে হাহাকার সৃষ্টি করেছে। এখনো পর্যন্ত এই মারক ভাইরাসের জন্য কোন দেশের বিজ্ঞানী ভ্যাকসিন (Vaccine) তৈরি করতে সফল হয়নি। সব দেশের বিজ্ঞানীরাই এই মারক ভাইরাসকে হারাতে ওষুধ খুঁজতে ব্যস্ত।

corona 30

আর এর মধ্যে চিনের (China) বিজ্ঞানীরা দাবি করেছে জে, তাঁরা এমন একটি ওষুধ বানিয়েছে যার ফলে করোনাকে মারা সম্ভব হবে। চিনের ল্যাবে ওই ওষুধকে তৈরি করা হচ্ছে। তাদের দাবি অনুযায়ী, ওই ওষুধ করোনার ছড়ানো রুখতে সাহায্য করবে।

গবেষকরা জানান, চিনের প্রতিষ্ঠিত পেকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক দ্বারা একটি ওষুধের পরীক্ষণ করা হয়েছে। ওই ওষুধ শুধু সংক্রমিত ব্যাক্তিদের কম সময়ের মধ্যে সুস্থ করে তুলবে এবং ওই ওষুধ মানবদেহে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিরক্ষা কবচও তৈরি করবে।

বিশ্ববিদ্যালয়ের বিজিং অ্যাডভান্স ইনোভেশন সেন্টার ফর জিওনমিক্স-এর নির্দেশক সানি চি জানিয়েছেন, পশুদের উপর এই ওষুধের সফল পরীক্ষণ হয়েছে। উনি বলেন, আমরা একটি সংক্রমিত ইঁদুরের উপর নিউট্রিলাইজিং অ্যান্টিবডি ইনজেক্ট করার চার পাঁচ দিন পর ভায়রাল লোড ২৫০০ কারক পর্যন্ত কমে যায়। সানি চি বলেন, এর মানে এই যে এই এই ওষুধের ক্ষমতা রয়েছে ওই ভাইরাসকে খতম করার।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর