এলিয়েনদের সেনা বানাবে চিন? চিনা বিজ্ঞানীর ভিনগ্রহীদের সিগন্যাল পাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্ক: সারা বিশ্বজুড়েই এলিয়েন (Alien) সংক্রান্ত বিভিন্ন গবেষণায় লিপ্ত রয়েছেন বিজ্ঞানীরা। পাশাপাশি, তাদের উপস্থিতি সম্পর্কে জানতে চলছে একের পর এক অনুসন্ধান। ঠিক সেই আবহেই এবার চিনের (China) গুইঝো প্রদেশে অবস্থিত ৫০০ মিটার অ্যাপারচার বিশিষ্ট স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ (FAST) বিজ্ঞান জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই প্রসঙ্গে চিনের “সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি”-র একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, FAST টেলিস্কোপ ২০২০ সালে মোট ২ সেট সংকেত পর্যবেক্ষণ করেছিল। যেগুলি ২০১৯ সালে FAST টেলিস্কোপে ধরা পড়েছিল।

এমতাবস্থায়, চলতি বছর আবারও এক্সোপ্ল্যানেট থেকে বিভ্রান্তিকর সংকেত পাওয়া গেছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এক্সোপ্ল্যানেট হল সেইসব গ্রহ যা সূর্য ছাড়া অন্যান্য নক্ষত্রের চারপাশে ঘোরে। পাশাপাশি ওই প্রতিবেদনে, এক্সট্রা টেরেস্ট্রিয়াল সিভিলাইজেশন সার্চ টিমের প্রধান বিজ্ঞানী ঝাং টোঞ্জি জানান যে, এই সংকেতগুলি রেডিও ইন্টারফেরেন্সের কারণেও হতে পারে। এদিকে, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই “সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি” তাদের ওয়েবসাইট থেকে এই প্রতিবেদনটি মুছে দিয়েছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী দিলেন চাঞ্চল্যকর তথ্য: ইতিমধ্যেই FAST টেলিস্কোপ নিয়ে আলোচনা বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছিল। পাশাপাশি, এই প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যা বিভাগের অধ্যাপক ড্যান ওয়ারথেইমারের সাথে দেখা করেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, ড্যান ওয়ারথেইমার বেইজিং নরমাল ইউনিভার্সিটির গবেষকদের সাথে কাজ করেন।

তিনি জানিয়েছেন যে,”এই সংকেতগুলি এলিয়েনদের দ্বারা পাঠানো হয়নি। তবে রেডিও দূষণের কারণে পৃথিবী থেকেই বেরিয়ে এসেছে এই সংকেত। আমি এই সত্যের সাথে একমত নই যে এলিয়েনরা FAST-এর মাধ্যমে সংকেত পাঠিয়েছে।” মূলত, এই ঘটনায় তিনি রেডিও ইন্টারফেরেন্স-এর প্রসঙ্গই উপস্থাপিত করেছেন।

alien

চাঁদের মত দূরত্বে যেতে হবে: ওয়ারথিমার বলেন, “রেডিও ব্যান্ড গবেষকদের জন্য স্যাটেলাইট এবং ট্রান্সমিটারের ক্রমবর্ধমান সংখ্যা বিভিন্ন সমস্যা তৈরি করেছে। FAST দ্বারা প্রাপ্ত সংকেতগুলি অন্য কোনো বিশ্ব থেকে নয় বরং আমাদের বিশ্ব থেকেই গিয়েছে। এই ধরণের রেডিও ইন্টারফেরেন্স কম্পিউটার এবং ইলেকট্রনিক্স সরঞ্জাম থেকে আসে।” পাশাপাশি, তিনি আরও বলেন, “আমাদের কাজ সঠিকভাবে করতে এবং রেডিও ইন্টারফেরেন্স-এর মত সমস্যা এড়াতে চাঁদের মতো দূরত্বে যেতে হবে।”

আবার এরই মধ্যে অনেকেই দাবি করছেন যে, চিন নাকি এবার লুকিয়ে চুরিয়ে এলিয়েনদের সেনা বানাবে। যদিও, এই দাবির কোনও সত্যতা মেলেনি। তবে, চিন যে লুকিয়ে চুরিয়ে অনেক কিছুই করছে, সেটা নিয়ে গোটা বিশ্বই অবগত। তবে, এই দাবির সত্যতা নেই বললেই চলে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর