বর্ডারেও দেখা দিচ্ছে করোনা আতঙ্ক! চীনের সেনাও হাত মেলানো বাদ দিয়ে করছে নমস্কার

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের (Coronavirus) আশঙ্কা দেখে একদিকে যেমন এই ভাইরাস থেকে বাঁচার জন্য সাবধান হচ্ছে সবাই। তেমনই আরেকদিকে ভারত (india) আর চীন (china) সীমান্তে এই ভাইরাসের প্রভাব দেখা দিচ্ছে। ভারত আর চীন সীমান্তে মোতায়েন দুই দেশের সেনা হাত মেলানো আর আলিঙ্গন করার বদলে এবার নমস্কার করবেন। করোনাভাইরাসের আতঙ্কে চীনের সেনা এই সিদ্ধান্ত নিয়েছে।

আপনাদের জানিয়ে দিই, প্রতিরক্ষা মন্ত্রালয়ের সাথে যুক্ত এক আধিকারিক অনুযায়ী, গতমাসে লাদাখের চুশুলে ভারত আর চীনের সেনা বর্ডার পার্সোনাল মিটিং এর সময় নিজেদের মুখে মাস্ক পরে গেছিলেন। সীমান্তে বর্ডার পার্সোনেল মিটিংয়ে দুই তরফের ৮ থেকে ১০ জন আধিকারিক অংশ নেন। বেশীরভাগ সময় এই মিটিং দুই দেশের ন্যাশানাল ডে আর উৎসবের সময় হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার ওই মিটিং ক্যান্সেল করে দেওয়া হয়েছে।

দুই দেশের জওয়ানরা করোনাভাইরাসের বিপদ দেখে সতর্ক থাকছেন। শুধু তাই নয়, সীমান্তে হওয়া পেট্রোলিং এর সময় যখন দুই দেশের সেনা একে অপরের সামনা সামনি আসে, তখনও অনেক সতর্কতা পালন করা হয়। একে অপরের খুব কাছাকাছি আসেনা তাঁরা। অনেকবার প্রয়োজনে তাঁরা একে অপরের প্রায় ৮ থেকে ১০ মিটার দূরে থাকে। আর আজকাল সীমান্তে বরফের কারণে দুই দেশের পেট্রোলিংও কমেছে।

এছাড়াও স্বাস্থ মন্ত্রালয়ের সহযোগিতায় ভারত চীন সীমান্তের পাশে কিছু জায়গায় Quarantine facility বানিয়েছে। সেখানে দরকারে সেনা হেলথ চেকআপ করাতে পারবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর