সীমান্তের ঠাণ্ডায় কুপোকাত চাইনিজ সেনারা, অসুস্থ সৈনিকদের পাঠাতে হচ্ছে হাসপাতাল

বাংলাহান্ট ডেস্কঃ LAC-তে ভারত (India) চীন (China) উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সংঘর্ষের উত্তজনার আঁচ লাগছে না চীনে সেনাদের গায়ে। ঠাণ্ডার মরশুম শুরুর পূর্বেই লাদাখের (Ladakh) ঠাণ্ডায় কাবু হয়ে পড়ছে চাইনিজ সেনারা। যুদ্ধ জয় তো দূরের কথা, তারা এখন ঠাণ্ডার রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

ঠাণ্ডায় কাবু হয়ে পড়ছে চাইনিজ সেনারা
সম্প্রতি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, রেজাংলা-র ফিঙ্গার 4 এলাকায় চাইনিজ সেনাদের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। ভারতীয় সেনা সূত্রে খবর, বিগত তিন চার দিন ধরে LAC-তে জিনপিং-এর সেনারা কুপকাত হয়ে পড়েছে। তাঁদের প্যানগং তসোর উত্তর প্রান্তে ফিঙ্গার 4 অঞ্চল থেকে স্ট্রেচারে করে ফিঙ্গার 6- এর ওপারে স্থিত চায়না মেডিকেল ফ্যাসিলিটিতে পাঠানো হচ্ছে। এখনও ঠাণ্ডা সেভাব পড়তে শুরু করেনি, কিন্তু চাইনিজ সেনারা এখনই কাগজের পুতুলের মত পড়ে যাচ্ছে।

lac 7 jpg

গুগলি খেল চাইনিজ সেনারা
কিছুদিন আগেই চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমসের সম্পাদক হু শিজন ট্যুইট করে ভারতীয় সেনাদের লাদাখের ঠাণ্ডার ভয় দেখিয়েছিলেন। কিন্তু এতো পুরো উল্টো গুগলি খেয়ে গেল চাইনিজ সেনারা। এখনও সেভাবে ঠাণ্ডা পড়ে পারেনি, আর তাতেই চাইনিজ সেনারা পট পট করে অসুস্থ হয়ে পড়ছে।

ভারতীয় সেনাদের সাহাযার্থে এগিয়ে বাসিন্দারাও
চীনারা হয়ত ভুলে গেছে, ভারতীয় সেনারা সিয়াচেনের মত ঠাণ্ডার অঞ্চলে দেশের সীমান্ত রক্ষা করে চলেছে। এই ১৬০০০ থেকে ১৭০০০ ফুট উচ্চতায় শূণ্য থেকে মাইনাস ডিগ্রি সেলসিয়াসে থাকার জন্যও তারা স্পেশাল প্রশিক্ষণও নিয়েছে। এছাড়া ভারতয় সেনারা তাঁদের প্রয়োজনীয় জিনিসের আগে থাকতেই ব্যবস্থা করে রেখেছে। পাশাপাশি লাদাখের স্থানীয় বাসিন্দারাও খাড়াই পাহাড় পেরিয়ে সেনাদের প্রয়োজনীয় জিনিস তাঁদের কাছে পৌঁছিয়েও দিয়েছে।

siachen

শীত এখনও ঠিক পড়ে পড়েনি। আর এখনই জিনপিং-এর লাল সেনাদের হালত খারাপ হয়ে গেছে। চীনা সেনারা শুরু মুখেই বড় বড় কথা বলতে পারে, কাজের বেলায় তাঁদের হাওয়া ফুরিয়ে যায়। এই সময় যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই অসুস্থ সেন নিয়ে কিভাবে লড়বে চীন সরকার?

Smita Hari

সম্পর্কিত খবর