বাংলাহান্ট ডেস্ক : শহরের বিভিন্ন প্রান্তকে মেট্রো (Kolkata Metro) পথে জুড়ে দেওয়া হয়েছে। নতুন তিনটি লাইন সম্প্রসারিত হওয়ায় উপকৃত হয়েছেন বহু মানুষ। তবে চিংড়িঘাটা মেট্রো (Kolkata Metro) নিয়ে জট এখনও কাটার নাম নেই। অথচ এই সমস্যার সমাধান হলে মেট্রো পথে আরও সুবিধা হত বলে মত কর্তৃপক্ষের। শেষমেষ এবার এই সমস্যার সমাধানে উদ্যোগী হল কলকাতা হাইকোর্ট।
চিংড়িঘাটা মেট্রোর (Kolkata Metro) সমস্যা নিয়ে উদ্যোগী কলকাতা হাইকোর্ট
মেট্রো, রাজ্য, কেএমডিএ, আরভিএনএল এবং পুলিশকে এ বিষয়ে বৈঠকে বসার নির্দেশ দিল হাইকোর্ট। বুধবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ পরামর্শ দেয়, জনস্বার্থের কথা ভেবে আলোচনায় বসতে। কবে বৈঠক তা আগামীকালই জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আদালতের তরফে আরও বলা হয়, শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে শনিবার সকাল সাতটা, আবার শনিবার সন্ধে থেকে রবিবার সকাল, রবিবার সন্ধে থেকে আবার সোমবার সকাল, এভাবে সপ্তাহ দুয়েক কাজ করলেই জট কাটবে।
চালু নতুন মেট্রো রুট: উল্লেখ্য, তিনটি নতুন রুট সম্প্রসারিত হয়েছে কলকাতা মেট্রোয় (Kolkata Metro)। হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন হয়ে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর- এই তিনটি রুটে মোট ১৪ কিমি রাস্তা মেট্রো (Kolkata Metro) পথে জুড়ে গিয়েছে। রেকর্ড পরিমাণ যাত্রীও হচ্ছে এই রুটগুলিতে।
আরও পড়ুন : ৭ বছর পর টেলিভিশনে ফেরা, জলসার পর্দায় নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী
বদল ব্লু লাইনে: এদিকে আবার ব্লু লাইনে শেষ মেট্রোর পরিষেবায় বড় বদল এসেছে। গত বছর জুন মাসে মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছিল, রাত ৯ টা ৪৫ মিনিটের পরিবর্তে ব্লু লাইনে শেষ মেট্রো (Kolkata Metro) পরিষেবা পাওয়া যাবে রাত ১১ টায়। অতিরিক্ত খরচ অথচ সেই তুলনায় খুব কম আয়ের কথা বলে শেষ মেট্রোর সময় ২০ মিনিট কমিয়ে রাত ১১ টার বদলে রাত ১০ টা ৪০ মিনিটে করা হয়। কিন্তু শেষ মেট্রোয় (Kolkata Metro) যাত্রী হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন : নামমাত্র ভাড়ায় এসি লোকালে চেপে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর, প্রকাশ্যে এল ট্রেনের টাইমটেবিল
ক্ষতিপূরণ করতে অতিরিক্ত মেট্রোর জন্য বাড়ানো হয়েছিল ভাড়া। কিন্তু তবুও যাত্রী কম থাকার অভিযোগ করে বন্ধ করে দেওয়া হল রাতের অতিরিক্ত মেট্রো। এর জেরে বড়সড় সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের।