আন্তর্জাতিক ছবিকে নকল করতে গিয়ে দর্শক হারাচ্ছে বাংলা ছবি, বক্তব‍্য চিরঞ্জিৎ চক্রবর্তীর

বাংলাহান্ট ডেস্ক: প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের সমকালীন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (chiranjeet chakraborty)। এক সময়ে বুম্বাদার সঙ্গে উচ্চারিত হত তাঁর নাম। একাধিক উত্থান পতনের পর একটা সময় অভিনয় জগৎ থেকে প্রায় হারিয়েই গিয়েছিলেন চিরঞ্জিৎ। রাজনীতিটাকেই ধ‍্যানজ্ঞান করে নিয়েছিলেন। তবে অভিনয় সম্পূর্ণ ভাবে ভুলতে পারেননি। এ বছর দূর্গাপুজোতেই নতুন ছবি উপহার দিয়েছেন তিনি দর্শককে।

কিন্তু সমকালীন দেব, জিতের দাপটে কতটা জায়গা করতে পারছেন পুরনোরা? নাকি সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে যাচ্ছেন যারা এক সময় বক্স অফিস কাঁপিয়ে ছিলেন? দর্শক নাকি এখন আর পুরনো বাংলা ছবি দেখে না, এ ধারনায় একেবারেই বিশ্বাসী নন চিরঞ্জিৎ। তাঁর মতে, দর্শক একই আছে। শুধু আন্তর্জাতিক ছবিকে নকল করতে গিয়ে বাংলা ছবি নিজেই নিজের আমিত্বটা হারাচ্ছে।

jpg 5 4
সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে চিরঞ্জিৎ বলেন, বাংলা ছবির কোনো সেকাল আর একাল নেই। দর্শকরাও বদলাননি। বাংলা ছবির জন‍্য আগেও উত্তেজিত হতেন তারা। তবে হ‍্যাঁ, চিরঞ্জিতের মতে বদল যেটা এসেছে সেটা উপর মহলে বুদ্ধিজীবীদের একটা অংশে। বিশ্বায়নের সঙ্গে সঙ্গে তারা আরো আধুনিক হয়েছেন। কিন্তু নীচের তলার দর্শক বদলায়নি।

তারা আগে যেমন শাম্মি কাপুরের ‘জংলি’ ছবির গান দেখে চিৎকার করত এখন তারা হানি সিংয়ের গান নিয়ে পাগল। রূপম ইসলামের গান পছন্দ তাদের। স্বাদ যদি বদলাতোই তাহলে সিরিয়ালগুলো এখনো এত জনপ্রিয় হত না। চিরঞ্জিতের কথায়, “ছবি তৈরির ধরনটা বদলেছে এখন। আন্তর্জাতিক মানের ছবি দেখে দেখে আমরা তাদের নকল করে ছবি তৈরি করছি। এতে সাধারন দর্শকদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমরা। এই কারণেই এখন আর বাংলা ছবি কেউ দেখে না হলে। সেই সঙ্গে হলের সংখ‍্যাও অনেক কমে গিয়েছে।”

চলতি বছর দূর্গাপুজোয় মুক্তি পেয়েছে চিরঞ্জিৎ অভিনীত ‘ষড়রিপু ২: জতুগৃহ’। গোয়েন্দা চন্দ্রকান্ত রূপে ফিরেছেন তিনি। অয়ন চক্রবর্তী পরিচালিত ছবিটিতে চিরঞ্জিৎ ছাড়াও রয়েছেন শ্বাশ্বত চট্টোপাধ‍্যায় ও অরুণিমা ঘোষ। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ষড়রিপু।

Niranjana Nag

সম্পর্কিত খবর