প্রথম দুই ম্যাচে এই প্লেয়ারকে বাইরে রাখার জন্যই হেরেছিল ভারত, এবার টের পেলেন বিরাট কোহলি

বাংলা হান্ট ডেস্কঃ মরুদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা মোটেই ভাল হয়নি ভারতীয় দলের জন্য। প্রথম দুই ম্যাচে লাগাতার হারে জেরে বিশ্বজয়ের’ প্রবল দাবিদাররা এখন ছিটকে যেতে পারেন গ্রুপ পর্ব থেকেই। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপরেই হারের ফলে আত্মবিশ্বাসেও বড় ঘা লেগেছিল ভারতীয় শিবিরের। যদিও বুধবার অবশেষে জয়ে ফিরেছে টিম ইন্ডিয়া, কিন্তু সেমিফাইনালে পৌঁছানোর আশা এখনও প্রায় নেই বললেই চলে। সেমিফাইনালে পৌঁছাতে গেলে এখন তাদের নির্ভর করতে হবে আফগানিস্তানের হার-জিতের উপর।

তবে অনেক বিশেষজ্ঞের মতে, এই হারের অন্যতম মূল কারণ দল নির্বাচন। বিরাটের দলে প্রতিভার কোন অভাব ছিল না, কিন্তু দল নির্বাচনে গলদের কারণেই ভুগতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বিশেষত রবীচন্দ্রন অশ্বিনের মত একজন বড় স্পিনার দলে থাকা সত্ত্বেও তাকে প্রথম একাদশে খেলার সুযোগ দেননি বিরাট। একথা ঠিক যে প্রথম দুই ম্যাচে লাগাতার ফেল করেছিল ভারতীয় ব্যাটিং। কিন্তু বল হাতেও সে ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারতীয় দল। তার অন্যতম কারণ মাঝের ওভারে পিচের কোনও সুযোগই কাজে লাগাতে পারেননি স্পিনাররা।

পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবীচন্দ্রন অশ্বিনের জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল বরুণ চক্রবর্তীকে। আইপিএলে বরুণের পারফরম্যান্স অসাধারণ ছিল ঠিকই কিন্তু বিশ্বকাপে বড় ম্যাচে চাপ নেওয়ার মতো অভিজ্ঞতা তার কাছে ছিল না, অন্যদিকে গতকাল মাঠে ফিরেই রবীচন্দ্রন অশ্বিন বুঝিয়ে দিয়েছেন কেন তাকে ভারতের অন্যতম সেরা স্পিনার বলা হয়। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেছিলেন তিনি। অনেকেই এখন বলতে শুরু করেছেন পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনকে সুযোগ দিলে ছবিটা হয়তো কিছুটা বদলাতে পারতো ভারতের জন্য।

IMG 20211020 211804

বিশেষ করে পাকিস্তান ম্যাচে প্রথম পর্বে পরপর উইকেট খাওয়ালেও ১৫১ রানের লড়াকু স্কোর খাড়া করেছিল ভারত। কিন্তু বোলাররা সেভাবে কোন প্রতিরোধ গড়ে তুলতে না পারায় ১০ পরাস্ত হতে হয় বিরাট বাহিনীকে। রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী দুজনেই লাগাতার রান খরচ করেছিলেন। অন্যদিকে রবীচন্দ্রন অশ্বিন একজন কৃপণ বোলার তা বুধবারও বুঝিয়ে দিয়েছেন তিনি। চার বছর পরে ফের একবার সীমিত ওভারের ক্রিকেটে কামব্যাক করছেন অশ্বিন। লড়াইটা তার পক্ষে মোটেই সহজ ছিল না কিন্তু ভারতের আগামী ম্যাচগুলিতেও যে এবার নিজের জায়গা পাকা করে নিলেন তিনি তা বলাই বাহুল্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর