‘আমারও অনেক বান্ধবী, তবে তারা অর্পিতার মতো নন’, ফের ‘অপা’কে ঠুকলেন চিরঞ্জিৎ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘বান্ধবী আমারও আছে, তবে অর্পিতার মতো নয়’, ‘অপা’ কাণ্ডে ফের ব‍্যঙ্গাত্মক মন্তব‍্য অভিনেতা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর (Chiranjit Chakraborty)। অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায় (Partha Chatterjee) ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ‍্যায়কে (Arpita Mukherjee) তাক করে আগেও কটাক্ষ বাণ ছুঁড়েছেন শাসক দলের বিধায়ক। এবার ফের বিষ্ফোরক তিনি।

বৃহস্পতিবার বারাসতে রাখিবন্ধন উৎসবে যোগ দিয়েছিলেন চিরঞ্জিৎ। সেখানেই ওঠে অপা প্রসঙ্গ। এর আগে তিনি বলেছিলেন, তাঁরও অনেক বান্ধবীরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাই তিনিও ভয়ে আছেন। আর এদিন চিরঞ্জিতের কটাক্ষ, “আমারও অনেক বান্ধবী আছে। তবে তাঁরা কেউই অর্পিতার মতো নন। বান্ধবীদের কাছে কত টাকা আছে তাও আমি জানি না।”


এখানেই না থেমে চিরঞ্জিৎ আরো বলেন, ইডি সিবিআইকে তিনি ডরান না। আর ওরাও তাঁকে বিশেষ পছন্দ করে না। দিন কয়েক আগে স্বাস্থ‍্য পরীক্ষার জন‍্য নিয়ে যাওয়ার সময়ে পার্থ চট্টোপাধ‍্যায়কে তাক করে জুতো ছোঁড়া হয়েছিল। বিষয়টার তীব্র নিন্দা করেছিলেন চিরঞ্জিৎ। দোষ প্রমাণিত না হলে এমন ঘটনা একেবারেই অভিপ্রেত নয় বলে মন্তব‍্য করেছিলেন তিনি।

পার্থ চট্টোপাধ‍্যায় আপাতত বন্দি রয়েছেন প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ নম্বর ওয়ার্ডের দু নম্বর সেলে। জানা যাচ্ছে, তাঁর পা ফোলার সমস‍্যা অনেকটা কমেছে। জেলে নিজের মতো বই পড়ে সময় কাটাচ্ছেন প্রাক্তন মন্ত্রী। মাঝে মাঝে সেলের বাইরে বেরিয়ে হাঁটাহাঁটিও করছেন।

শুধু একটাই আক্ষেপ। জেলে ঢোকার পর থেকে ‘ঘনিষ্ঠ’ অর্পিতার আর কোনো খোঁজখবর পাননি পার্থ। জানা যাচ্ছে, গত সোমবার আইনজীবী দেখা করতে গেলে তাঁর কাছেই অর্পিতার খোঁজ নিয়েছেন অপসারিত মন্ত্রী। অর্পিতা কেমন আছেন, তাঁর জন‍্য কেউ আইনি লড়াই লড়ছেন কিনা সেসব ব‍্যাপারে জানতে চেয়েছেন তিনি। এমনকি সাহায‍্যের হাতও বাড়িয়েছেন নাকি।

সম্পর্কিত খবর

X