দিতিপ্রিয়া বেরোতেই ব্যাপক রদবদল, টিআরপির পতনে ফের চর্চায় ‘চিরদিনই…’

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সাপ্তাহিক টিআরপি তালিকার জন্য অপেক্ষায় থাকেন সকলেই। দর্শকদের পাশাপাশি কলাকুশলীরাও অপেক্ষায় থাকেন এই তালিকার। বিশেষ করে কিছুদিন আগেই বিতর্কের শীর্ষে থেকেছে ‘চিরদিনই তুমি যে আমার’ (Serial)। জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়ের বিবাদ সমগ্র টেলিপাড়ায় হয়ে দাঁড়িয়েছিল চর্চার বিষয়। যার জেরে শেষমেশ নায়িকাই বদলে গেল। কিন্তু দিতিপ্রিয়া বিদায় নিতেই হু হু করে কমল টিআরপি।

নম্বর কমল চিরদিনই সিরিয়ালের (Serial)

ইতিমধ্যেই সিরিয়াল (Serial) ছেড়ে বেরিয়ে গিয়েছেন ‘অপর্ণা’ ওরফে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তাঁর জায়গায় নতুন নায়িকা হিসেবে জায়গা করে নিয়েছেন শিরিন পাল। আর্যর সঙ্গে নতুন অপর্ণার রসায়ন নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু এর মাঝে টিআরপির পতনে নতুন করে চর্চায় উঠে এসেছে ধারাবাহিকটি।

Chirodini tumi je amar serial trp went down

কত নম্বর পেয়েছে ধারাবাহিক: চলতি সপ্তাহেও জি বাংলার বিভিন্ন সিরিয়ালের টিআরপি যথেষ্ট কম। ৬.১ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার। টিআরপির এই ব্যাপক পরিবর্তনে অনেকেই কটাক্ষ করেছেন, দিতিপ্রিয়ার বেরিয়ে যাওয়াতেই নম্বর কমেছে ধারাবাহিকের। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন নির্মাতারা।

আরও পড়ুন : ভিসা নিয়ে ক্রমশ কঠোর হচ্ছে আমেরিকা! ভারতীয় পর্যটকরাও পেলেন কড়া বার্তা

নায়ক নায়িকার বিবাদ চর্চায়: শুরুতে অনস্ক্রিনে নায়ক নায়িকার (Serial) রসায়ন ছিল চোখে পড়ার মতো। কিন্তু অচিরেই দুজনের মধ্যে বিবাদ এসে পড়ে প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে উঠেছিল ঝড়। সে বিতর্ক স্তিমিত হলেও নতুন করে আবারও দানা বাঁধে বিবাদ। শুটিং ফ্লোর থেকে বেরিয়ে তা প্রকাশ হয়ে পড়ে জনসমক্ষে।

আরও পড়ুন : ট্রেনে রিল বানালে যেতে পারে চাকরি! কড়া নির্দেশিকা জারি রেলের

বিস্তর কাদা ছোড়াছুড়ির মাঝে শোনা গিয়েছিল, জিতু নিজেই সিরিয়াল (Serial) ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরে তিনি জানান, ভক্তদের এবং টেকনিশিয়ানদের কথা মাথায় রেখে আবার তিনি ধারাবাহিকে ফিরছেন। কিন্তু জিতু ফিরলেও বেঁকে বসেন দিতিপ্রিয়া। দুজনের মধ্যে মিটমাট করতে বৈঠকেও বসেছিল আর্টিস্ট ফোরাম। কিন্তু মেটেনি বিবাদ। শেষমেষ দিতিপ্রিয়াই বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সিরিয়াল থেকে।