বড় খবর! এবার চিটফান্ডকাণ্ডে গ্রেফতার পার্থ, বিরাট অ্যাকশনে ED

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে রাজ্যের একের পর দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। শিক্ষক দুর্নীতির অভিযোগে বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা, আধিকারিক। সেই নিয়ে উত্তপ্ত রাজ্য থেকে রাজনীতি। এরই মধ্যে এবার চিটফান্ডকাণ্ডে (Chit Fund Scams) ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

চিটফান্ড মামালায় ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি (Enforcement Directorate)। এবার গ্রেফতার করা হল চক্র গ্রুপের এক কর্ণধারকে। জানা যাচ্ছে এনফোস্টমেন্ট ডিরেক্টেরেটের গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়েছেন চক্র গ্রুপের কর্ণাধার পার্থ চক্রবর্তী (Partha Chakraborty)। পূর্বে একটি সংবাদপত্রের সম্পাদক ছিলেন পার্থ।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও ২০০৭ সালে একবার গ্রেফতার করা হয়েছিল পার্থ চক্রবর্তীকে। সেই সময় দমদম বিমানবন্দর থেকে কলকাতা পুলিশের গোয়েন্দারা তাকে গ্রেফতার করেন। এই পার্থ চক্রবর্তীর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: শিক্ষায় ফের দুর্নীতি! ভুয়ো শিক্ষক, ভুয়ো বেতন দিয়ে চলছে অধিকাংশ B.ED কলেজ? এবার অ্যাকশন

অভিযোগ, গরফা এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে বাজার থেকে বহু টাকা তোলেন পার্থ। তবে সেই সব নিয়ে চম্পট দেয়৷ বহুদিন পালিয়েও ছিলেন তিনি। পাশাপাশি বিভিন্ন স্কিমের টোপ দিয়ে কোটি টাকা টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ed

আরও পড়ুন: BJP-কে ঘিরে ধরল বিজেপিই! অনুব্রত গড়ে একি কাণ্ড, ধুন্ধুমার জেলা জুড়ে

গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, চিটফান্ড সংস্থার মালিক পার্থ চক্রবর্তীকে গ্রেফতার করে ইডি। নিউটাউন এবং তারাপীঠে এই সংস্থার হোটেল রয়েছে বলেও ইডি সূত্রে খবর। এদিকে, গত ২১ অগাস্ট দেড় হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে আরেক চিটফান্ড কর্তা বিশ্বপ্রিয় গিরিকে গ্রেফতার করে ইডি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর