বাংলা হান্ট ডেস্কঃ রবিবার আফগানিস্তান নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হওয়ার সাথে সাথেই টিম ইন্ডিয়ার সেমিফাইনালে পা রাখার শেষ স্বপ্নও ভেঙে চুরমার হয়ে গেছে। এমনিতেই নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের কারণে বিশ্বজয়ের স্বপ্নে বড় ধাক্কা লেগেছিল বিরাট বাহিনীর। তার ওপর রবিবার আফগানিস্তানের বাকি আশাটুকুও শেষ হয়ে গেছে তাদের। সোমবার অধিনায়িক হিসাবে শেষবার নামিবিয়ার বিরুদ্ধে টিটোয়েন্টির লড়াইয়ে নামতে চলেছেন কোহলি। যদিও এই ম্যাচ এখন নিয়ম রক্ষা ছাড়া আর কিছু নয়। বিশ্বকাপের এই হতাশাজনক পারফর্ম্যান্সের পর স্বাভাবিক উঠছে নানা প্রশ্ন, একদিকে যেমন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন কোহলির অধিনায়কত্ব নিয়ে তেমনি প্রশ্ন উঠছে নির্বাচকদের নিয়েও। আসুন দেখে নেওয়া যাক তিন জন এমন খেলোয়াড়ের নাম যাদের প্রদর্শন প্রশ্নের মুখে ফেলেছে নির্বাচকদের।
ভুবনেশ্বর কুমারঃ
অভিজ্ঞতার নিরিখে দেখতে গেলে ভুবনেশ্বর ভারতীয় দলে অনেকটা মূল্য যোগ করেন ঠিকই কিন্তু এবার বিশ্বকাপে একেবারেই ফর্মে ছিলেন তিনি। শুধু তাই নয় আইপিএলে ভাল ফর্মে না থাকা সত্ত্বেও তার ওপর ভরসা রেখেছিলেন নির্বাচকরা কিন্তু এই বিশ্বাসের মান রাখতে পারেননি তিনি। এমনকি পাকিস্তানের বিরুদ্ধে বিপুল রান খরচ করার পর তাকে প্লেয়িং একাদশ থেকেও বাদ দিয়ে দেন কোহলি। একথা মেনে নিতে হবে ভুবির বলে আর আগের মত স্যুইং এবং গতির ধার নেই। তাই অনেকেই মনে করছেন বিশ্বকাপের পর স্থায়ী ভাবে টিম থেকে বাদ পড়ে যেতে পারেন তিনি।
বরুণ চক্রবর্তীঃ
গত দুই বছর আরব আমিরশাহীতে খেলা আইপিএলে রীতিমত ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছিলেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। সেই কারণেই তাকে সোজাসুজি বিশ্বকাপের দলে সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু বিশ্বকাপে তিন ম্যাচে একবারেই প্রভাব ফেলতে পারেননি তিনি। পাকিস্তান নিউজিল্যান্ড তো বটেই এমনকি স্কটল্যান্ডের বিরুদ্ধেও কোন উইকেট দখল করতে পারেননি বরুণ। যার জেরে স্বাভাবিক ভাবেই তার নির্বাচন প্রশ্নের মুখে ফেলেছে নির্বাচকদের।
হার্দিক পান্ডিয়াঃ
বরুণ ভুবির থেকেও যে খেলোয়াড়ের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচকদের তিনি হলেন হার্দিক পান্ডিয়া। কারণ বিশ্বকাপের আগেই থেকেই একদিকে যেমন ফর্মে ছিলেন না তিনি তেমনি আবার তিনি ছিলেন আধা সুস্থ। বিশ্বকাপের প্রথম কয়েক ম্যাচে বল হাতেও দেখা যায়নি তাকে। যার জেরে ষষ্ঠ বোলার নিয়েও যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়েছিল ভারতকে। তাছাড়া স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩৫ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতেও সেভাবে রান নেই তার। তাই আগামী দিনে টিম থেকে তারও নাম কাটতে পারে বলেই মনে করছেন অনেকে।