ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলার ইচ্ছা প্রকাশ করলেও ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়লেন ক্রিস গেইল।

কিছুদিন আগে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল নিজে থেকেই জানিয়েছিলেন যে ভারত সফরে ওয়ানডে সিরিজে তিনি খেলবেন না, শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলবেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফ থেকে শুধুমাত্র ওয়ানডে সিরিজেই নয় টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হল না ক্রিস গেইলকে। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, সেই দল থেকে বাদ পড়েছেন বিধ্বংসী তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল।

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব করবেন কায়রণ পোলার্ড। টি-টোয়েন্টি দলের সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে নিকোলাস পুরাণকে অপরদিকে ওয়ানডে দলের সহ অধিনায়ক হয়েছেন শাই হোপ। ভারতে এসে প্রথমেই টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী 6 ই ডিসেম্বর হায়দ্রাবাদে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারত সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে তিরুঅনন্তপুর 8 ই ডিসেম্বর এবং মুম্বাইয়ে 11 ই ডিসেম্বর। তিনটি ওয়ানডে ম্যাচ হবে চেন্নাই 15 ই ডিসেম্বর, বিশাখাপত্তনম 18 ই ডিসেম্বর, কটক 22 শে ডিসেম্বর।

23171518100ab0b4f693463dacb75ee808509763e

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল:- কায়রণ পোলার্ড(অধিনায়ক), ফাবিয়ান আলেন, দীনেশ রামদিন, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, শেলডন কটরেল, শিমরণ হেটমায়ার, শেরফন রাদারফোর্ড, খ্যারি পিয়ের, লেন্ডল সিমন্স, জেসন হোল্ডার, হেডেন ওয়েলশ জুনিয়র, নিকোলাস পুরান, কিমো পল, কেসরিক উইলিয়ামস।

Udayan Biswas

সম্পর্কিত খবর