এই মুহূর্তের বড় খবর! বিধানসভা নির্বাচনের আগে ফাঁসল তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ ব্যারাকপুরের বিজেপি নেতা তথা বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ মণীশ শুক্ল খুনের ৮৭ দিনের মাথায় চার্জশিট জমা দিল CID। চার্জশিটে ১০ জন অভিযুক্তের নাম আছে। চার্জশিটে থাকা ১০ জনের মধ্যে চারজনের সরাসরি খুনের সাথে জড়িত ছিল বলে বলা হয়েছে। এছাড়াও বাকি ছয়জন খুনের ষড়যন্ত্রে জড়িত আছে বলে উল্লেখ করা হয়েছে।

চার্জশিটে ১০ জনের মধ্যে রয়েছে তৃণমূল নেতা তথা ব্যারাকপুর পুরসভার চেয়ারপার্সন উত্তম দাস সহ বেশ কয়েকজনের নাম। এছাড়াও রয়েছে অমর যাদব, মোহম্মদ খুররম, সনু রায়, মসুবোধ রায়, পবন রায়, নাসির আলী, মোহম্মদ গোলাম আর রোশন কুমারের নাম।

বলে রাখি, গত বছর পাঁচ অক্টোবর হাওড়ায় কাজ সেরে টিটাগড়ে দলীয় কার্যালয়ে ঢোকার সময় দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে খুন হন মণীশ শুক্ল। বিজেপির ওই দলীয় কার্যালয় টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ছিল। গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন মণীশ। এরপর ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন।

বিজেপি নেতার খুনের ঘটনায় ব্যারাকপুরে একদিনের বন্ধ ডেকেছিল বিজেপি। এছাড়াও বিজেপির তরফ থেকে এই খুনের তদন্ত সিবিআই-এর হাতে দেওয়ার দাবি উঠেছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর