এবার কয়লা কাণ্ডে তৎপর CID, তলব করল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে

বাংলাহান্ট ডেস্ক : কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) এবার তৎপর সিআইডি (CID)। আসানসোলের (Asansol) বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwary) কয়লা চোরাচালান মামলায় তলব করল রাজ্যের গোয়েন্দা দফতর। শুক্রবার তাঁকে পশ্চিমবঙ্গ পুলিসের সদর দফতর ভবানী ভবনে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আসানসোলের আশপাশের বিভিন্ন এলাকায় কয়লা পাচারের অভিযোগে এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় তলব করা হয় একাধিক পুলিস কর্মকর্তাদেরও। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, কয়লা চোরাচালান মামলায় এবার উঠে এসেছে জিতেন্দ্রর নাম। আর এই কারণেই বিজেপি নেতাকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। জিতেন্দ্রকে সিআইডি নোটিশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এমন কোনও নোটিশ এখনও পাইনি। ফোন, ইমেল বা হোয়াটসঅ্যাপে কেউই আমাকে কিছু বলেনি।’

উলটো কথা শোনা যাচ্ছে জিতেন্দ্রের ঘনিষ্ঠ সূত্রে। তাঁরা জানান, চিঠি পেলেও, কিছু পূর্বনির্ধারিত কর্মসূচীর কারণে তিনি হাজিরা দিতে পারবেন না। তবে সেক্ষেত্রে হাজিরা না দেওয়ার বিষয়ে তিনি চিঠি দিয়ে সিআইডিকে বিস্তারিত জানাবেন বলেই সূত্রের খবর।

তবে আসানসোলের নেতা জিতেন্দ্রর কয়লাযোগ অনেক আগে থেকেই। ইসিএলের বিভিন্ন খনিতে বৈধভাবে খনন করা কয়লার একটা অংশ অবাধে পাচার হয়ে যাচ্ছে কয়লা মাফিয়াদের কাছে। বেসরকারি এজেন্সি দ্বারা পরিচালিত খনির মালিকদের মদতেই কয়লা চলে যাচ্ছে মাফিয়াদের হাতে। এমন অভিযোগ অনেক আগেই করেছিলেন বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারি। সেই সময় বিষয়টি নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের কয়লামন্ত্রকের সচিব, কোল ইন্ডিয়ার চেয়ারম্যান, ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেডের সিএমডিকে চিঠি দিয়ে সম্পূর্ণ বিষয়টি জানান জিতেন্দ্র।

বিজেপি নেতা সংবাদমাধ্যমকে জানান, সিবিআইয়ের তদন্তের কারণে বেআইনি কয়লার ব্যবসা বেশ কিছুদিন বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আউটসোর্সিং কিছু কোম্পানি, যাদের বিভিন্ন খনির লিজ দিয়েছে ইসিএল, তাদের কাজ কয়লা তুলে ইসিএলকে দিয়ে দেওয়া। কিন্তু এই আউটসোর্সিং সংস্থাগুলি উৎপাদিত কয়লার পুরোটা ইসিএলকে দিচ্ছেই না। উৎপাদিত কয়লার ২০ থেকে ২৫ শতাংশ কয়লা পাচারকারী মাফিয়াদের মাধ্যমে বিক্রি করে দিচ্ছে। সবমিলিয়ে বিষয়টি নিয়ে তদন্তের দাবিও জানান জীতেন্দ্র তিওয়ারি । তিনি আরও বলেন খনি থেকে উৎপাদিত কয়লা ইসিএলের ডাম্পিং গ্রাউন্ড পর্যন্ত পৌঁছাচ্ছেই না। মাঝপথেই তা পাচার হয়ে যাচ্ছে। উৎপাদিত কয়লা ও ডাম্পিং গ্রাউন্ডে থাকা কয়লার হিসেব নিলেই তা পরিষ্কার হয়ে যাবে।

Sudipto

সম্পর্কিত খবর