ঠোঁটে জ্বলন্ত সিগারেট, হাতে বেল্ট নিয়ে স্টান্টবাজি! সোশ্যাল মিডিয়া ভাইরাল ‘জওয়ান’ শাহরুখের ভিডিও

   

বাংলা হান্ট ডেস্ক : শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঘুরে বেড়াচ্ছে শাহরুখের (Shah Rukh Khan) একটি ভিডিও। যা দেখে রীতিমত তোলপাড় উঠেছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে শাহরুখকে দেখা যাচ্ছে অ্যাকশন মুডে। ঠোঁটে তাঁর জ্বলন্ত সিগারেট। হাতে বেল্ট। অনেকেরই মতে, এই ভিডিও তাঁর নতুন ছবি ‘জওয়ানের’ (Jawan)। যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়েছে এই ভিডিও। জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থার আপত্তির কারণেই নাকি এহেন সিদ্ধান্ত।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে একেবারে রণংদেহী মূর্তিতে দেখা যায় এই সুপারস্টারকে। বেল্ট হাতেই দুষ্ট দমনে ব্যস্ত শাহরুখ। অভিনেতার এই ভিডিও দেখে মুগ্ধ তাঁর ভক্ত মহল। কমেন্টের বন্যায় ভরেছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘ সিনেমা ফাটাফাটি হতে চলেছে’। আবার কেউ লিখেছেন, ‘পাঠান এর চাইতেও বেশি অ্যাকশন দেখা যাবে জওয়ানে’।

Viral Video

হলে এখনও চলছে ‘পাঠান’ ঝড়। আর এরই মধ্যে ‘জওয়ান’ ছবি নিয়ে ভক্ত মহলে বাড়ছে ক্রেজ। জানা যাচ্ছে চলতি বছরেই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত এবং অ্যাটলি পরিচালিত ছবি ‘জওয়ান’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দক্ষিণী দুই তারকা বিজয় সেতুপতি এবং নয়নতারাকে। থাকতে পারেন রামচরণও।

Shah Rukh Khan

দেশের বিভিন্ন প্রান্তে করা হয়েছে এই ছবির শুটিং। এখনও চলছে ছবির কাজ। এই ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরেই আনন্দে মেতে উঠেছেন শাহরুখ ভক্তরা। অভিনেতাকে দেখা গেছে ব্যান্ডেজ বাঁধা অবস্থায়। আর তা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে, অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি।

Jawan Vs Pathan

গোটা দেশে এখন একটাই আলোচনা, আর তা হল শাহরুখ খানের ‘পাঠান’। পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে ফিল্ম ক্রিটিকদের জলসা। সবেতেই এখন রাজ করছে ‘পাঠান’। ভালো খারাপ সব মিলিয়েই ছবিটি এখন লাইমলাইটে। দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরে কামাল দেখিয়েছেন বলিউড বাদশা। সত্যি বলতে শেষ কবে হিন্দি ছবি নিয়ে এমন উত্তেজনা তৈরি হয়েছিল, তা মনে করা ভীষণ কঠিন। আর এসবের মাঝেই এবার আসছে ‘জওয়ান’।

Avatar
additiya

সম্পর্কিত খবর