বাংলাহান্ট ডেস্ক : ছটপুজোর (Chhath Puja) প্রস্তুতি তুঙ্গে বাংলায়। এ রাজ্যের বহু অবাঙালিই ছটপুজো করে থাকেন। আগামী সোমবার এবং মঙ্গলবার ছটপুজো। এই দুদিন গঙ্গায় থাকবে উপচে পড়া ভিড়। গঙ্গার জলে নেমে সূর্য দেবতা বা ছঠি মাইয়ার পুজো করবেন অবাঙালিরা। এই দুদিন ছটপুজোয় (Chhath Puja) অংশগ্রহণকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নিয়ন্ত্রণ করা হবে চক্ররেলের পরিষেবা। চক্ররেলের একাধিক ট্রেনের গতিপথ এই দুদিন বদল করা হয়েছে।
ছটপুজো (Chhath Puja) উপলক্ষে চক্ররেলে আনা হল বদল
সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে শিয়ালদহ ডিভিশন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ তারিখ অর্থাৎ সোমবার চক্ররেলের বেশ কিছু ট্রেন কলকাতা স্টেশন থেকে চালানো হবে। বেশ কিছু লোকালের রুট বদল করা হয়েছে। পাশাপাশি একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কী কী বদল করা হয়েছে: রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি লোকালের রুট সংক্ষিপ্ত করে বারাসত পর্যন্ত চালানো হবে। বেশ কয়েকটি লোকাল ট্রেনকে ঘুরপথে চালানো হবে। বাতিল করা হয়েছে ৯ টি ট্রেন। সোমের (Chhath Puja) মতো মঙ্গলবারও বেশ কয়েকটি ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কিছু কিছু ট্রেনকে চালানো হবে ঘুরপথে।
আরও পড়ুন : ‘প্রয়োজনে অধীর চৌধুরীর সঙ্গে…’, বেসুরে বাজছেন হুমায়ুন, দল ছাড়ার ইঙ্গিত ভরতপুর বিধায়কের?
সমস্যার মুখে নিত্যযাত্রীরা: উল্লেখ্য, প্রতি বছরই ছটপুজোর (Chhath Puja) সময় সার্কুলার লাইনে ট্রেনের রুটে অদলবদল করা হয়। নিরাপত্তার খাতিরেই এই পদক্ষেপ নেয় রেল। এই সার্কুলার লাইনে দমদম স্টেশন হয়ে পাতিপুকুর, কলকাতা স্টেশন, বিবাদী বাগ হয়ে প্রিন্সেপ ঘাট স্টেশনে চলাচল করে চক্ররেল। প্রিন্সেপ ঘাট থেকে মাঝেরহাট হয়ে বালিগঞ্জের সঙ্গেও যুক্ত হয়েছে সার্কুলার লাইন।
আরও পড়ুন : শোকের ছায়া বলিউডে, দীর্ঘ রোগভোগের পর প্রয়াত অভিনেতা সতীশ শাহ
ইডেন গার্ডেন, বাগবাজার, শোভাবাজার, প্রিন্সেপ ঘাটের মতো স্টেশনগুলিতে অফিস যাত্রীদের ভালো রকমই ভিড় থাকে। ফলত এই দুদিন ছট পুজোর জেরে চক্ররেলে সমস্যা দেখা দেওয়ায় নিত্যযাত্রীদের দুর্ভোগ পোহাতে হতে পারে।













