বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা ভোট (Loksabha Vote)। হাতে মাত্র কয়েকদিন। আগামী এক সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যেতে পারে। আর তার আগেই দেশ জুড়ে চালু হতে চলেছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। সূত্রের খবর, আজই আর কিছুক্ষণের মধ্যেই সিএএ (Citizenship Amendment Act CAA) নিয়ে বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
খুব সম্ভবত সোমবার রাতের মধ্যেই দেশ জুড়ে জারি হয়ে যেতে পারে সিএএ-এর বিজ্ঞপ্তি৷ দিল্লির সরকারি মহল সূত্রে খবর, আজ রাত দশটাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ক বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই আজ এই বড় ঘোষণা করতে চলেছেন বলে জানা গিয়েছে।
একবার বিজ্ঞপ্তি জারি হলেই গোটা দেশ জুড়ে লাগু হয়ে যাবে সিএএ৷ প্রসঙ্গত, কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিন ঘোষণা করেন যে, নির্বাচনের আগেই সিএএ কার্যকর হবে। বাংলার একাধিক বিজেপি নেতা-মন্ত্রীদেরও সিএএ কার্যকর হওয়া নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে সম্প্রতি। আর এরই মধ্যে শোনা যাচ্ছে ঐতিহাসিক পদক্ষেপ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার।
জানিয়ে রাখি এই আইন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আগত অমুসলিম জনগোষ্ঠীকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে এই তিন দেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া যে শরণার্থীরা নাগরিকত্বের আবেদন করতে চান, এই আইনের মাধ্যমে তারা তা করতে পারবেন৷
আরও পড়ুন: মারাত্মক অভিযোগ! এবার এই তৃণমূল নেতার বাড়িতে হানা দিল CBI, শোরগোল রাজ্যে
এর আগে এই সিএএ কার্যকর করার পথে বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন রাজ্য সরকারের বিরোধিতা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য সরকারের বিরোধীতায় এই আইন কার্যকর করা সম্ভব হয়নি। এত দিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি মোদী সরকার। তবে এবার লোকসভা ভোটের আগের সব রকম তোড়জোড় করে সিএএ চলুর পথে কেন্দ্র। একবার এই সিএএ বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে আসন্ন লোকসভা ভোটে যে তা অন্যতম বড় ফ্যাক্টর হয়ে উঠবে, তা নিয়ে কোন সন্দেহ নেই।