আজ থেকেই ব্যাপক গরম শহরজুড়ে, জানাল আবহাওয়া দপ্তর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে বৃষ্টি কাটিয়ে শহর কলকাতায় ফিরছে গরম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকেই চড়বে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিন ও পশ্চিমের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। আগামী দিনে  সন্ধ্যের দিকে বইতে পারে কালবৈশাখী।


শহর কলকাতার (Kolkata) আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ নেই বললেও চলে। ঝড়ো হাওয়াও না বইতে পারে। হবে না বৃষ্টিপাত। তুষারপাতেরও এখন তেমন কোন সম্ভাবনা নেই। ঝড়েরও এখন তেমন কোন পূর্ভাবাস জানান দিলেন না আবহাওয়াবিদরা। রাতের তাপমাত্রারও কোন পরিবর্তন হবে না। এবার থেকে পারদ চড়তে শুরু করবে তাপমাত্রার।

আবার আবহবিদরা জানিয়েছেন তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি।এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷

কলকাতার তাপমাত্রাও বাড়বে বলে জানায় হাওয়া অফিস। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তারপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে

সম্পর্কিত খবর

X