চন্দ্রচূড় অতীত! সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না! আসল পরিচয় মাথা ঘুরিয়ে দেবে

বাংলা হান্ট ডেস্কঃ মাসখানেকও বাকি নেই। আগামী ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হচ্ছে। নয়া সিজেআই কে হবেন, ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এবার নিয়ম মেনে নিজেই নিজের উত্তরসূরির নাম কেন্দ্রের কাছে সুপারিশ করলেন চন্দ্রচূড়।

  • সুপ্রিম কোর্টের (Supreme Court) পরবর্তী প্রধান বিচারপতি কে?

রিপোর্ট অনুযায়ী, অবসর গ্রহণের আগে নিজের উত্তরসূরি হিসেবে অভিজ্ঞ বিচারপতি সঞ্জীব খান্নাকে বেছে নিয়েছেন সিজেআই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে জাস্টিস খান্নার নাম সুপারিশ করেছেন। আগামী ১০ নভেম্বর ডি ওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হওয়ার পর দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

জানা যাচ্ছে, বিগত ৪০ বছরেরও বেশি সময় ধরে আইনি পেশায় রয়েছেন সঞ্জীব খান্না (Justice Sanjiv Khanna)। ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু। রাজধানীর তিস হাজারি কোর্টে প্র্যাকটিস শুরু করেন তিনি। প্রায় ২২ বছর পর, ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়। বছর খানেক পরেই স্থায়ী বিচারপতি পদে উন্নীত হন।

আরও পড়ুনঃ সুপ্রিম নির্দেশ অমান্য? দেশের সব হাইকোর্টকে এবার সতর্কবার্তা ক্ষুব্ধ শীর্ষ আদালতের

২০১৯ সালের জানুয়ারি মাসে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নাকে নিয়োগ করা হয়। দেশের পরবর্তী সিজেআই হিসেবে তাঁর নামই কেন্দ্রের কাছে সুপারিশ করলেন ডি ওয়াই চন্দ্রচূড়। শীর্ষ আদালতের (Supreme Court) কলেজিয়ামের নিয়ম অনুসারে, অবসর গ্রহণের আগে প্রধান বিচারপতিই নিজের উত্তরসূরির নাম কেন্দ্রের কাছে সুপারিশ করেন। সেই প্রস্তাবে কেন্দ্রীয় সরকার সম্মতি দেয়। ইতিমধ্যেই জাস্টিস খান্নার নাম কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন সিজেআই চন্দ্রচূড়।

Supreme Court CJI DY Chandrachud

এদিকে আবার সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার নাম সুপারিশ করা হলেও, কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁর কাজ করার অভিজ্ঞতা নেই। ফলত এই প্রথমবার প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন তিনি। তবে বিগত কয়েক বছরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছেন জাস্টিস খান্না। সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার বৈধতাকে স্বীকৃত দেওয়া থেকে শুরু করে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে সম্মতি প্রদান, ইলেক্টোরাল বন্ড বাতিলের মামলার নাম রয়েছে সেই তালিকায়।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর