বাংলা হান্ট ডেস্কঃ বালুরঘাট (Balurghat) শহরের বিশ্বাসপাড়া এলাকার এক আবাসনে সম্প্রতি ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নিয়মিত ভিক্ষা করতে আসা দুই বৃদ্ধার মধ্যে হঠাৎ জায়গা দখলকে কেন্দ্র করে শুরু হয় বচসা। আর সেই বচসা শেষ পর্যন্ত গড়ায় রক্তারক্তিতে। হাঁসুয়ার কোপে গুরুতর জখম হলেন এক বৃদ্ধা মহিলা ভিক্ষাজীবী। এই ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত আরেক ভিক্ষুক মহিলাকে।
বছর থেকে হঠাৎ শুরু হয় রক্তারক্তি
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, শনিবার বিকেল সাড়ে তিনটের সময় ঘটনাটি ঘটে আবাসনের ভিতরে, পেট্রল পাম্পের কাছে। ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীদের মারফত জানা যায়, হঠাৎ করেই দুই মহিলার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। তার পর এক মহিলা আচমকা ঝাঁপিয়ে পড়ে অপরজনের উপর। এরপর এক মহিলা আচমকা ঝাঁপিয়ে পড়ে, হাঁসুয়া বার করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে অপর ভিক্ষুককে। এই ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসন চত্বরে।
আবাসনের কর্মী নেপাল বলেন, ‘হঠাৎ দেখি ঝামেলা। কাছে গিয়ে দেখি এক মহিলা হাঁসুয়া চালাচ্ছেন। আমরা গিয়ে আটকাই।’ আবাসনের বাসিন্দা বিকাশ দাসের কথায়, ‘খেতে বসেছিলাম। হঠাৎ আওয়াজ শুনে ছুটে আসি। এসে দেখি এক বৃদ্ধা রক্তাক্ত। যা দেখলাম, বিশ্বাস হচ্ছিল না।’
অবস্থা সামাল দিতে আসে বালুরঘাট (Balurghat) থানার পুলিশ
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট (Balurghat) থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় আহত মহিলাকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ভিক্ষুক মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস জানান, ‘‘পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’ পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ যাদবপুর ছাত্রীর মৃত্যুতে পুলিশ কমিশনারকে চিঠি, তিন দিনের মধ্যে রিপোর্ট তলব মহিলা কমিশনের
স্থানীয়দের প্রশ্ন, বালুরঘাটের (Balurghat) ওই আবাসনের সামনে নিয়মিত ভিক্ষা করতে আসা দুই বৃদ্ধার মধ্যে এমন হিংসাত্মক সংঘর্ষ কীভাবে ঘটল তা নিয়ে এখনো কিছু জানা যায়নি। আপাতত পুলিশ তদন্তে নেমেছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা গিয়েছে।