বাংলা হান্ট ডেস্কঃ বর্ধমান মেডিকেল কলেজের (Burdwan Medical College) ক্যাম্পাসে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন কলেজে বিশেষ কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হচ্ছিল। মিটিংয়ে হস্টেলে মদ বিক্রির অভিযোগ ওঠার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনার পারদ আরও বেড়ে যায়।
বর্ধমান মেডিকেল কলেজের (Burdwan Medical College) বয়স হোস্টেলে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ
ছাত্রদের একাংশ দাবি করছেন, কলেজের (Burdwan Medical College) বয়েজ হস্টেল ৭ নম্বর থেকে অবৈধভাবে মদ বিক্রি হয়েছে। তারা ইতিমধ্যেই বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে এনেছেন। হাউসস্টাফ শুভ্রনীল ঘোষ অভিযোগ করেছেন, “আমরা এ নিয়ে প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ করেছি। কলেজে বৈঠক হচ্ছে। বৈঠক থেকে কী সিদ্ধান্ত বের হয় তা জানতে এসেছিলাম। কিন্তু আমাদের বের করে দেওয়ার চেষ্টা করা হয়। এ কারণেই আমরা প্রতিবাদে ধরনায় বসেছি।”
অন্যদিকে, পাল্টা সুরে বক্তব্য দেন আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র প্রহ্লাদ অধিকারীরা। প্রহ্লাদ স্পষ্ট করেছেন, “কলেজে সুস্থ ও শান্তির পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। অসাধু লোকজনদের কলেজ থেকে বের করে দিতে হবে। এখানে যাঁরা প্রবেশ করেছেন, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমরা চাইছি কলেজে কোনও জঞ্জাল থাকুক না।”
আরও পড়ুনঃ দুর্গাপুর গণধর্ষণে তৃণমূলের যোগ? বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
প্রসঙ্গত, এদিন দীর্ঘ সময় ধরে দুই শিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে গেলে পুলিশ ও র্যাফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কলেজ (Burdwan Medical College) ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এখন এই ঘটনায় কলেজ প্রশাসন কী ব্যবস্থা নেবে, তা এখনও জানা যায়নি।