রুদ্ধশ্বাস অপেক্ষা! অবশেষে শুক্রবার একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ করছে SSC, চিন্তায় চাকরিহারা প্রার্থীরা

Published on:

Published on:

Class XI-XII SSC Result to be Published 7th November 2025 at 8 PM

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে অপেক্ষার অবসান! শুক্রবার সন্ধ্যা আটটার পর প্রকাশিত হবে স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল (SSC Result)। হাজারো চাকরিপ্রার্থীর চোখ এখন সেই রেজাল্টের দিকে। কারণ, এই রেজাল্টের উপরই নির্ভর করছে বহু চাকরিহারার ভবিষ্যৎ।

আদালতের নির্দেশে ফলপ্রকাশের (SSC Result) আগে চলছে নথি যাচাই

এসএসসি সূত্রে খবর, ফল প্রকাশের (SSC Result) আগে ৮ জন প্রার্থীর নথি যাচাই করছে এসএসসি। এই ৮ জন প্রার্থী দাবি করেছেন তাঁরা কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষকতা করেন। তাই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মতো তাঁদেরও যেন অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়া হয়, সেই আবেদনই তাঁরা করেছেন। কারণ, রাজ্য সরকার আগেই জানিয়েছিল, রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর পাবেন।

এই ৮ জন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। আদালত এসএসসিকে নির্দেশ দেয়, ওই প্রার্থীদের নথি যাচাই করে দেখতে হবে যে তাঁরা অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর পাওয়ার যোগ্য কি না। বৃহস্পতিবার সকালে সল্টলেকের আচার্য সদনে ডেকে পাঠিয়ে তাঁদের নথি যাচাই করে কমিশন।

সূত্র অনুযায়ী, প্রথমে একাদশ-দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হবে (SSC Result)। এরপর শুরু হবে নথি যাচাই এবং ইন্টারভিউ প্রক্রিয়া। এই পর্যায় শেষ হলে নবম-দশম শ্রেণির প্রার্থীদের নথি যাচাই ও সাক্ষাৎকার নেওয়া হবে।

Class XI-XII SSC Result to be Published 7th November 2025 at 8 PM

আরও পড়ুনঃ ‘শিশুসাথী’ প্রকল্পে নতুন সংযোজন, শিশুদের দূরারোগ্য চিকিৎসায় নতুন বরাদ্দ ঘোষণা করলেন মমতা

উল্লেখ্য, দু’টি স্তর মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৩৫,৭২৬টি। এর মধ্যে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ১২,৫১৪টি শূন্যপদ। এই শূন্যপদগুলির জন্য আবেদন করেছেন ২,৪৬,৫৪৩ জন চাকরিপ্রার্থী, যার মধ্যে ৩,১২০ জন বিশেষভাবে সক্ষম। প্রায় ৯৩ শতাংশ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জন প্রার্থীকে ডাকা হবে। এরফলে ফলপ্রকাশের (SSC Result) পর ৩৫,৭২৬টি শূন্যপদের জন্য ইন্টারভিউ কল পাবেন ৬০,০০০ চাকরিপ্রার্থী।