ডিমের খোসা এত কাজে লাগে! ঘরে-গার্ডেনে এর ব্যবহার জানলে আর কখনও ফেলবেন না

Published on:

Published on:

Cleaning Tips knowing these uses of eggshells you will no longer throw them away
Follow

বাংলা হান্ট ডেস্ক: মা, ঠাকুমারা কোনো কিছু ফেলতে চায় না। এমনকি মনে করেন ছাই সরিয়েও মিলতে পারে মূল্যবান রত্ন। তবে আজকে আপনাদের সঙ্গে ঘরোয়া এমন কিছু টিপসের কথা শেয়ার করব। যা জানলে অবাক হবেন আপনিও। কারণ এতদিন পর্যন্ত এই জিনিসটাকে আপনি প্রয়োজন নেই মনে করে ডাস্টবিনে ফেলে দিতেন। তবে আজকের প্রতিবেদন পড়ার পর থেকে আর ফেলবেন না এই জিনিসটি (Cleaning Tips)।

ডিমের খোসার এই ব্যবহার গুলো জানলে ফেলে দেবেন না আর (Cleaning Tips)

বাড়িতে আমরা সকলেই কমবেশি ডিম খাই। এবার ডিম খাওয়ার পর ডিমের খোসা পেলে দেওয়াটাই স্বাভাবিক। তবে আপনি জানলে অবাক হবেন এই ডিমের খোসা দিয়ে আপনি ঘরোয়া অনেক কাজ করতে পারবেন (Cleaning Tips)। কি কি কাজের ডিমের খোসাকে ব্যবহার করতে পারবেন তা নিচে আলোচনা করা হল।

Cleaning Tips knowing these uses of eggshells you will no longer throw them away

আরও পড়ুন: শীত বাড়তেই ভিড় কুহুবুরুতে, অযোধ্যা থেকে মাত্র ৩০ মিনিটের পথেই মনোরম স্পট

১) অনেকেই ডিম খাওয়ার পর ডিমের খোসা ফেলে দেন। আবার অনেকে গাছের সার তৈরি করার জন্য এই খোসাগুলোকে রেখে দেন। তবে এটি গাছের সার ছাড়াও নানান রকম কাজে ব্যবহার হয়। কারণ ডিমের খোসা গাছের পোকামাকড় হওয়ার হাত থেকে রক্ষা করে। তাই ডিমের খোসা ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন।

২) বাসনে পোড়া দাগ তোলার জন্য ব্যবহার করতে পারেন ডিমের খোসা। বিশেষ করে কড়াইয়ে পোড়া দাগ তুলতে ব্যবহার করুন এটি। দারুণ কাজে লাগবে।

৩) পোকামাকড়ের কবল থেকে বাঁচতে হলে ব্যবহার করতে পারেন ডিমের খোসা। দেখবেন নিমেষের মধ্যেই উধাও হয়ে গিয়েছে পোকামাকড়।

৪) একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার ও ডিমের খোসা একসঙ্গে মিশিয়ে একটু মিশ্রণ তৈরি করুন। এরপর যেকোনো ব্যথার জায়গায় লাগিয়ে দিন। এতে আরাম পাবেন (Cleaning Tips)।