বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India National Cricket Team) এই মাসের ২৬ তারিখ থেকে সাউথ আফ্রিকার (South Africa national cricket team) বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচের সিরিজ আর তারপর তিনটি ওয়ানডে সিরিজ খেলার জন্য রওনা দিয়েছে। ভারতের দিক থেকে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় দল এখনও পর্যন্ত সাউথ আফ্রিকার মাটিতে কোনও টেস্ট সিরিজে জয় পায়নি। কিন্তু এই সিরিজ করোনার কারণে বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট (CSA) বোর্ড করোনার বর্ধিত আশঙ্কার কারণে দেশে চলা চার দিনের ঘরোয়া প্রতিযোগিতা রদ করার সিদ্ধান্ত নিয়েছে। CSA এই সিদ্ধান্ত সেঞ্চুরিয়ানে ভারত আর দক্ষিণ আফ্রিকার মদঝ্যে হতে চলা প্রথম টেস্ট শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ আগে নিয়েছে। সাউথ আফ্রিকায় বিগত কিছুদিন ধরে করোনার মামলা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
CSA-র তরফ থেকে জারি করা বয়ানে বলা হয়েছে যে, ‘করোনার মহামারীর নতুন ঢেউয়ে নিরাপত্তা জনিত সমস্যার কারণে ঘরোয়া ক্রিকেট আপাতত রদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ম্যাচ ১৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। রদ হওয়া ম্যাচ আগামী বছর খেলা হবে।”
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ কবে হচ্ছে দেখে নিন …
প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানে ২৬ থেকে ৩০ অক্টোবর।
দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গে ৩ থেকে ৭ জানুয়ারি।
তৃতীয় টেস্ট কেপটাউনে ১১ থেকে ১৫ জানুয়ারি।
প্রথম ওয়ানডে পার্ল-এ ১৯ জানুয়ারি
দ্বিতীয় ওয়ানডে পার্ল-এ ২১ জানুয়ারি
তৃতীয় ওয়ানডে কেপটাউনে ২৩ জানুয়ারি