বাবার মৃত্যুর খবর পেয়েও আধঘণ্টা ভেজা চোখে বৈঠক করে যান যোগী আদিত্যনাথ

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এর বাবা আনন্দ সিং বিস্ত (Anand Singh Bisht) আজ দিল্লীর এইমসে সকাল ১০ঃ৪৪ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকালে করোনা মহামারী নিয়ে হওয়া কোর কমিটির বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই খবর পান। যদিও, উনি এই খবর পাওয়ার পরেও বৈঠক ভঙ্গ না করে, পুরো মিটিং শেষ করেন এবং সবার কথা শোনেন আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।

page 52

শোনা যাচ্ছে যে, যখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে তাঁর বাবার মৃত্যুর খবর যায়, তখন তিনি ওনার কোর কমিটির সাথে করোনা নিয়ে বৈঠক করতে ব্যস্ত ছিলেন। বাবার মৃত্যুর খবর পাওয়ার পরেও উনি ৩০ মিনিট পর্যন্ত বৈঠক করেন। তখন ওনার চোখ ছলছল করছিল। উনি এই দুঃসময়েও বৈঠক ছেড়ে বেরিয়ে যাননি। উনি ওই বৈঠকে সিদ্ধান্ত নেন যে, রাজস্থানের কোটা থেকে ফেরত সমস্ত ছাত্রদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে, এর সাথে সাথে তাদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করিয়ে তাদের বাড়ি পাঠানো হবে। বৈঠক শেষ হওয়ার পরেই উনি নিজের মাকে একটি চিঠি লেখেন।

শোনা যায় যে, বৈঠকের সময় নিজের মাস্ককে সবসময় মুখের নীচে রাখা যোগী আদিত্যনাথ, আজ গোটা সময়ই মাস্ক পরে বৈঠক করেন। হয়ত মাস্কের পিছনে এক সন্তানের চেহারা ছিল, যেটা আজ তাঁরা বাবার মৃত্যুর খবর পাওয়ার পরেও নিজের কর্তব্য পালন করে গেছে। কিন্তু আজ ওনার চোখ সবকিছু বলে গেছে।

বৈঠকে ওনার ছলছল চোখ আর ওনার দুঃখী মন সবকিছুই বলছিল, যেটা উনি আজ মাস্ক দিয়ে ঢাকার চেষ্টা করছি। কিন্তু এই সমস্ত ভাবনা আজ ওনাকে ওনার কর্তব্য পালন করা থেকে আটকাতে পারেনি। আর এই কর্ত্যেবের জন্যই উনি ওনার বাবার শেষকৃত্যে অংশ নেবেন না বলে জানিয়ে দেন।

মাকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান যে, ‘মা আমি আসতে পারব না।” উনি লেখেন, বাবার কর্তব্যের সাথে সাথে ওনাকে উত্তর প্রদেশের ২৩ কোটি জনতারও কর্তব্য পালন করতে হবে। এই মহামারির সময় উনি কোন মতেই উত্তর প্রদেশ ছেড়ে যাবেন না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর