বাংলাহান্ট ডেস্কঃ করোনায় চারিদিকে হাহাকার সৃষ্টি করেছে। রোজই কয়েক লক্ষ মানুষ নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। রোজ রোজ বাড়ছে মৃতের সংখ্যা। বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ, কেউ রেহাই পাচ্ছে না ভাইরাসের প্রকোপ থেকে। তবে এখনও যদি মানুষ সচেতন হয়ে চলে আর সরকারের করোনা বিধি মেনে চলে, তাহলে মারণ ভাইরাসকে হারানো সম্ভব। কিন্তু করোনার এই বাড়বাড়ন্তের মধ্যে এখনও মানুষকে সরকারের নির্দেশিকা অমান্য করতে দেখা যাচ্ছে।
আর এরই মধ্যে এবার ব্যানার্জী পরিবারেও করোনা হানা দিল। এবার করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। মাস খানেক ধরে অসীমবাবুর চিকিৎসা চলছিল। তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হল না। করোনায় কেড়ে নিল ওনার প্রাণ।
অসীমবাবুর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে, শনিবার দুপুরে করোনা বিধি মেনে নিমতলা শ্মশানে ওনার শেষকৃত্য সম্পন্ন করা হবে। জানা গিয়েছে যে, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় আর অসীম বন্দ্যোপাধ্যায় একই বাড়িতে থাকতেন।