ত্রাণ কাজে সমস্যার জন্য কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলগুলি। বিশেষ করে সুন্দরবন পাথর প্রতিমা বসিরহাট নামখানা ফ্রেজারগঞ্জ সহ পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা গুলি। ইতিমধ্যেই বন্যা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করে ত্রান পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার।একই সঙ্গে ঘূর্ণিঝড়ের ফলে যে ফসল এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করার আশ্বাস দিয়েছেন তিনি। mamata banerjee mva 1200 2

তবে এরই মধ্যে বুলবুল বিপর্যস্ত এলাকায় ত্রাণের কাজ ভালভাবে করতে কিছুটা অসুবিধের মুখে পড়তে হচ্ছে, যার জন্য কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করার পর কেন্দ্রের কর বাবদ 640 কোটি টাকা বকেয়া থাকার জন্য সমস্যায় পড়তে হচ্ছে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি নাম না করে বিজেপির উদ্দেশে রাজনীতি না করে বুলবুল বিপর্যস্ত এলাকাগুলির পাশে দাঁড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে রাজ্যপালকেও বিঁধতে ছাড়েন নেই।

রাজ্যে গাঙ্গে উপকূলবর্তী অঞ্চল গুলিতে বুলবুল ঝড় আসে পড়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীকে ফোন করে বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনেছেন পাশাপাশি ঝড় পরিস্থিতি মোকাবিলার জন্য সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। শুক্রবার কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে বুলবুল বিধ্বস্ত অঞ্চলগুলি পরিদর্শন করতে আসছে তাই তার আগে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকের মাধ্যমে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে খতিয়ান নিয়েছেন।

এর পর সাংবাদিক বৈঠকে রাজ্যের রাজস্ব আদায় ভালো হচ্ছে বলে জানান পাশাপাশি কেন্দ্রের প্রায় সাড়ে ছশো কোটি টাকা কম দেওয়ার জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে কেন্দ্রের কাছে বকেয়া সতেরো হাজার কোটি টাকা চেয়ে ফের আবেদন করার কথা জানালেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য ঘূর্ণিঝড় বুলবুল আসে পড়ার পর আকাশ পথে এলাকা প্রদর্শন করার পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফ থেকে বন্যা বিধ্বস্ত মানুষদের পর্যাপ্ত ত্রাণ পাঠানো হয়েছে একই সঙ্গে ত্রিপল খাবার ওষুধপত্র সরবরাহ করা হয়েছে।

সম্পর্কিত খবর