মমতা ব্যানার্জীর বড় ঘোষণা, পশ্চিমবঙ্গে আসছে উইপ্রো, আইটি সেক্টর সমেত বড়সড় কর্মসংস্থান

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আগে রাজ্যে ব্যাপক কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ২০ টি আইটি হাবকে জমি দেওয়া হয়েছে। সেখান থেকে বিশাল কর্ম সংস্থানের সুযোগ হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি জানান যে, রাজ্যে উইপ্রো শিল্প করতে চায়, আর সেইজন্য উইপ্রোকে রাজ্যে শিল্প করতে দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে মন্ত্রীসভায়।

মুখ্যমন্ত্রী জানান, ইনফোসিসকে একটি সফটওয়্যার ডেভলপমেন্টকে সেন্টার গড়ার আহ্বান করা হয়েছিল, তাতে সাড়া দিয়েছে তাঁরা। তিনি জানান যে, ইনফোসিস জানিয়েছে যে তাঁরা ২০ ডিসেম্বর পরিকল্পনা জমা দেবে এবং আগামী ২০২১ এর জুলাই মাসে কাজ শুরু করবে এবং তা ২৪ মাসের মধ্যে শেষ করবে। এছাড়াও তিনি জানান যে, রাজ্যে স্টার সিমেন্ট ইউনিট খুলতে চেয়েছিল, তাঁদেরও ছাড়পত্র দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গত বছর নিউটাউনে ১০০ একর জমিতে গড়া হয়েছিল সিলিকন ভ্যালি। তিনি বলেন, গতবছর নিউটাউনে ১০০ একর জমি দিয়েছিলাম সিলিকন ভ্যালি করার জন্য। ভেবেছিলাম তা খালি পড়ে থাকবে, কিন্তু তা হয়নি। ইতিমধ্যে সেগুলো পূর্ণ হয়ে গিয়েছে। তিনি জানান, আবারও ১০০ একর জমির দাবি এসেছে, দাবি মতো সেই ১০০ একর জমিও দিলাম।

মুখ্যমন্ত্রী সিপিএম ও বিজেপিকে কটাক্ষ করে বলেন, আমি একটু আঁকি এত হিংসা? আমার দলকে আমি যদি কিছু দিয়ে সাহাজ্য করি আপনাদের আপত্তি কোথায়?  সিপিএমের লজ্জা থাকা উচিৎ। বিজেপির সবথেকে বড় বন্ধু হচ্ছে সিপিএম। আমি বামপন্থী বন্ধুদের বলছি আপনারা এই সিপিএমকে চেনেন না। বুদ্ধ বাবু, জ্যোতি বাবুর সময় সিপিএম এমন ছিল না।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে আমফানের হিসেব চাওয়া হচ্ছে কিন্তু পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা জমা পড়েছে সেটার হিসেব কাউকে দেওয়া হচ্ছে না। ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোঁসাই। তিনি বলেন, বাংলার মানুষ বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে, বেশিদিন দেরি নেই।


Koushik Dutta

সম্পর্কিত খবর