সুন্দরবনকে নতুন জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর! কী কী নয়া সুবিধা পাবেন বাসিন্দারা?

বাংলাহান্ট ডেস্ক : সুন্দরবনকে নতুন জেলা হিসাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বনবিবির পুজোতে যোগ দিতে হিঙ্গলগঞ্জ যান তিনি। আর সেই মঞ্চে দাঁড়িয়েই সুন্দরবনকে নতুন জেলা ঘোষণা করার কথা বলেন মমতা। শুধু তাই নয়, সুন্দরবনকে ঘিরে একটি মাস্টার প্ল্যান তৈরি করে কেন্দ্রকে পাঠানোর কথাও জানান তিনি। এরই মধ্যে নদী-ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বনবিবির পুজো দেওয়ার পর গোটা অঞ্চলকে পর্যটক টানার ক্ষেত্রে কীভাবে তৈরি করা যায় তা নিয়ে আলোচনা কটেব তিনি। মুখ্যমন্ত্রী জানান মন্দিরটিকে পাকা করে সাজিয়ে তোলা হবে। শুধু তাই নয়, চারপাশে থাকা নদীর মাধ্যমে কীভাবে এই অঞ্চলকে জড়া যায় তা নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপরই সুন্দরবনকে নতুন জেলা করার কথা বলেন তিনি। বলেন, মানুষকে অনেক দূরে যেতে হয়। আর তা যাতে না হয় ভবিষ্যৎে সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণা করা হবে। সেজন্যেই এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, এলাকাকে ঘিরে স্বাস্থ্য কেন্দ্র সহ একাধিক উন্নয়নমূলক কাজ হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

অনেক আগে সুন্দরবনকে জেলা হিসাবে ঘোষণা করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। নদিয়ার একটি সভা থেকে দুটি জেলা তৈরির কথাও বলেন তিনি। জানান, সুন্দরবনকে ঘিরে ১৯টি ব্লক রয়েছে ২৪ পরগণার। যার মধ্যে ১৩ টি ব্লক ২৪ পরগণার এবং ১৩ ব্লক সুন্দরবনের। আর সেগুলি নিয়েই সুন্দরবন জেলা এবং বাকিগুলি নিয়ে বসিরহাট জেলা তৈরি হবে। আর এহেন ঘোষণার পর থেকে প্রশাসনিক স্তরে এই কাজ শুরু হয়। এবার সুন্দরবনে দাঁড়িয়ে নতুন জেলা তৈরির কথা বলেন প্রশাসনিক প্রধান।

বারবার সাইক্লোন-ঝড়ের কারণে ক্ষতি হয় সুন্দরবন। যার ফলে বাঁধের ব্যাপক ক্ষতি হয়। তা সারাতে অনেক টাকা চলে যায়। যা নিয়েও বারবার উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সুন্দরবনে দাঁড়িয়েই তিনি বলেন, সুন্দরবনকে ঘিরে ম্যানগ্রোভ লাগানো হচ্ছে। প্রায় ১৫ কোটি এমন গাছ লাগানো হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়


Sudipto

সম্পর্কিত খবর