বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজোর পর বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সবাইকে বিজয়া দশমীর ও দসেরার শুভেচ্ছা জানিয়েই একজোটে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। সাংবাদিক বৈঠক থেকে রীতিমতো গর্জে ওঠেন মমতা। বলেন, ‘লিমিট যখন লিমিটলেস, তখন আমি আজ বলতে বাধ্য হচ্ছি। জেলায় জেলায় পুজো কার্নিভালে নেতা-মন্ত্রীরা ব্যস্ত, তখন জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। নোংরা খেলা চলছে’।
প্রসঙ্গত, এদিন সকাল ৬টা-সাড়ে ৬টা নাগাদ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বাড়িতে হানা দেয় ইডি (ED)। রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam Case) মামলায় ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের সূত্র ধরেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।
ওদিকে এদিন বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে মিষ্টি হাতে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয় তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। মুখ্যমন্ত্রী বলেন, “সব মন্ত্রীদের বাড়িতেই যদি ইডি হানা দেয়, তাহলে সরকারটা বাকি থাকে কেন? বিজেপি কি ভাবছে এভাবে সবার মুখ বন্ধ করা যাবে?”
আরও পড়ুন: শিক্ষক দুর্নীতি অতীত! এ বার আরও এক অনিয়মের অভিযোগ, বড় অ্যাকশন নিল কলকাতা হাইকোর্ট
শুধু তাই নয়, মমতা বলেন, ” নাম বলাতে শারীরিক অত্যাচার চালাচ্ছে ইডি। জোর করে নাম বোলানোর চেষ্টা চলছে। গোপনাঙ্গে টর্চার করছে। বলছে, এর নাম বলো। যতক্ষণ না বলবে, তখন টর্চার চলবে।” পাশাপাশি রাজ্যের মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিককে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “বালুর এমনিতেই সুগার আছে। শরীরও খুব খারাপ। যদি ও মারা যায়, তাহলে আমি বিজেপি ও ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করব।” মমতা আরও বলেন, এমন অনেকে আছে, যাদের পরিবার প্রকাশ্যে কিছু বলেনি ঠিকই তবে আমায় আলাদা করে বলেছে। সুলতান আহমেদ ও প্রসূন মুখোপাধ্য়ায়ের স্ত্রীরও এইভাবে মৃত্যু হয়েছে। ইডিকে তোপ মমতার।