বাংলা হান্ট ডেস্কঃ আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘দিল্লি দখলের লড়াই’। ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে নির্বাচন (Lok Sabha Election 2024)। এদিকে ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে আক্রমণের পারদ। শনিবার জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ির সভা থেকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপিকে একহাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন পিএম মোদীকে (PM Narendra Modi) নিশানা করে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, ‘মোদীর গ্যারান্টি হল ফুটো ভাঁড়। ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল। একটা টাকাও দেয়নি। টাকা নাকি ঝুড়ি করে আনছিল, পড়ে গিয়েছে’। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও ‘টার্গেট’ করেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি রাজ্যে এসে ভূপতিনগর কাণ্ড, দুর্নীতি নিয়ে সুর চড়িয়েছিলেন অমিত শাহ (Amit Shah)। ‘লটকা দেঙ্গে’, এহেন মন্তব্যও করেছিলেন তিনি। ডাবগ্রাম-ফুলবাড়ির সভা থেকে তার পাল্টা দেন মমতা।
অমিত শাহ বলেছিলেন, ‘মমতা দিদি এনআইএ-র ওপর কেস করে, যারা বোমা বিস্ফোরণ করেছিল তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন তিনি…। হাই কোর্ট এনআইএ-কে তদন্তভার দিয়েছে। সবাইকে উল্টো করে সোজা করে দেবে’। এদিন তার পাল্টা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় এসব কায়দা চলে না’।
আরও পড়ুনঃ ‘নিশীথ জিতলে মাছ খাওয়া বন্ধ’! কোচবিহারবাসীকে আগেভাগে সতর্ক করলেন অভিষেক
তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘প্রধানমন্ত্রী বলছেন, চুন চুন কে গ্রেফতার করেঙ্গে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন লটকা দেঙ্গে। গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশে এসব চললেও, বাংলায় এসব কায়দা চলে না। নিজেদের কানুন আপনারা নিজেদের কাছে রাখুন। এখানে এসব চলবে না’।
২০২৪ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট নিয়েও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘তিন মাস ধরে ভোট চলবে। এমন কখনও হয়? পাঁচ বছরের সরকারের মধ্যে ৩ মাস লোকসভা ভোট, ৩ মাস বিধানসভা ভোট, এক মাস পঞ্চায়েত ভোট। এছাড়া পুরসভা সহ অন্যান্য তো রয়েছেই। ভোটে ভোটেই তো একটা বছর কেটে গেল। তাহলে কাজটা কখন হবে? যারা গুটি সাজান তাঁরা কি কখনও এটা ভেবে দেখেছেন’? প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী।