‘নিশীথ জিতলে মাছ খাওয়া বন্ধ’! কোচবিহারবাসীকে আগেভাগে সতর্ক করলেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। উত্তরবঙ্গের তিনটি আসনে ভোট হবে সেদিন। এর মধ্যে অন্যতম হল কোচবিহার। তার আগে দলীয় প্রার্থীর সমর্থনে সিতাইয়ে সভা করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গেই কোচবিহারবাসীকে ‘সতর্ক’ করলেন তিনি।

তৃণমূল ‘সেনাপতি’ বলেন, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) যদি আসন্ন লোকসভা ভোটে জয়ী হন, তাহলে প্রথমেই কোচবিহারের (Cooch Behar) মানুষের মাছ খাওয়া বন্ধ করবেন। কেন? সেই কারণটাও বলেছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, গতকালই জম্মু ও কাশ্মীরের সভা থেকে দেশের প্রধানমন্ত্রী বলেছেন, যারা মাছ খায় তাঁরা হিন্দু বিরোধী, তাঁরা মোঘল।

একথা বলার পর উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, একটু হাত তুলে বলুন তো আপনারা কারা কারা মাছ খান? এরপর নিজেই বলেন, আমিও মাছ খেতে ভালোবাসি। আপনাদের সকলকে দেশ বিরোধী বলা হয়েছে, বলেন তৃণমূল নেতা।

আরও পড়ুনঃ বেআইনি প্রোমোটারদের মাথায় বাজ! ‘দাদাগিরি’ বন্ধ করতে মারাত্মক পদক্ষেপ কলকাতা পুরসভার

এরপরেই অভিষেক বলেন, কোচবিহারে যদি বিজেপি (BJP) প্রার্থী নিশীথ জয়ী হন তাহলে আগে এখানকার মানুষের মাছ খাওয়া বন্ধ করবেন তিনি। কারণ তাঁর দলের নেতাই বলেছেন, যারা মাছ খান তাঁরা দেশ বিরোধী। তাঁদের সঙ্গে মোঘলদের তুলনা করা হয়েছে, বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক বলেন, আমি সকাল বিকেল মাছ খাই। আমাদের দুর্গাপুজো, কালীপুজোয় মায়ের ভোগ মাছ-মাংস ছাড়া হয় না। এরপর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, বাংলার সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতি সম্বন্ধে আপনি জানেন না।

tmc leader abhishek banerjee cooch behar public meeting

রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়েও এদিন কথা বলেন তৃণমূল নেতা। অভিষেক বলেন, কোচবিহারের ৭ লক্ষ ৯২ হাজার মা, দিদি, বৌদিদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে রাজ্য সরকার। বিজেপি জয়ী হলে সবার আগে সেটা বন্ধ করবে। এখানকার ৩০ লক্ষ ৫৯ হাজার মানুষকে রেশন দিচ্ছে দিদি। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার মিটিয়ে দেওয়া হয়েছে। এরপর বাড়ি তৈরির আশ্বাস দিয়ে অভিষেক বলেন, এখান থেকে জগদীশদাকে জেতান, আপনাদের বাড়ি হয়ে যাবে। আগামী জুন মাসে পদ্ম ফুলের চোখে সর্ষে ফুল দেখানোর ডাকও দেন তৃণমূল ‘সেনাপতি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর