২৫ কোটি জলে, অনুশীলনেও এলেন না স্টার্ক! KKR-র একাদশে তিন বদলের সম্ভাবনা

বাংলা হান্ট ডেস্ক : পরপর তিন ম্যাচ জিতলেও চতুর্থ ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে ফিরতে হয়েছে কলকাতাকে (Kolkata Knight Riders)। যদিও সেই হারে তেমন একটা প্রভাব পড়েনি পয়েন্ট টেবিলে। তবে রবিবার লখনউয়কে না হারাতে পারলে বড়সড় সমস্যায় পড়বে কলকাতা। সূত্রের খবর, আজকের ম্যাচের আগে কলকাতার প্রথম একাদশে তিনটি বদল আনতে পারে নাইট ব্রিগেড। সূত্রের খবর, বাদ পরতে পারেন ২৫ কোটির মিচেল স্টার্ক (Mitchell Starc)। সেই সাথে বাদ যেতে পারেন আরও দুই মহারথী। চলুন দেখে নিই কলকাতার সম্ভাব্য একাদশ।

রবিবার কলকাতার প্রথম একাদশ:

১) ফিল সল্ট : গত ম্যাচে রান আসেনি সল্টের ব্যাটে। তবে আগের তিনটি ম্যাচ ভালোই খেলেছেন। যে কারণে ফের একবার তার উপর ভরসা দেখাচ্ছে ম্যানেজমেন্ট। ওপেনিং করবেন তিনিই।

২) সুনীল নারাইন : শুরু থেকেই দূর্দান্ত ফর্মে রয়েছেন সুনীল। সূত্রের খবর, রবিবারের ম্যাচে সল্টের সাথে ওপেনিং করবেন সুনীল।

৩) অঙ্গকৃশ রঘুবংশী : শুরুর থেকেই দূর্দান্ত ফর্মে রয়েছেন অঙ্গকৃশ। ম্যাচ উইনার তকমাও পেয়ে গেছেন ইতিমধ্যেই। তৃতীয় ম্যাচেও সেই একই ফর্ম ধরে রাখতে চাইবেন সেকথা বলাই বাহুল্য।

kolkata knight riders 6

৪) বেঙ্কটেশ আয়ার : যেহেতু তিনি চার নম্বরে নামছেন তাই রান করার সময় কম পেতে পারেন। যে কারণে, বড় রান করতে হলে হাত খুলে খেলতে হবে বেঙ্কটেশকে।

৫) শ্রেয়স আয়ার : গত চার ম্যাচে সেভাবে জ্বলে ওঠেননি শ্রেয়স। তাই ভক্তদের আশা, এইদিন অন্তত বড় ইনিংস খেলবেন তিনি।

৬) মণীশ পাণ্ডে : খুব সম্ভবত রমনদীপ সিংহকে বাদ দিয়ে মণীশ পাণ্ডেকে দলে নিতে পারে কেকেআর। এমনিতে মণীশের স্পিন বল বেশ ভালো। তিনি চলতি মরশুমের প্রথম ম্যাচে ভক্তদের নিরাশ করতে চাইবেন না নিশ্চয়।

আরও পড়ুন : পাকিস্তানে ঢুকে ২০ জন জঙ্গি মেরেছে RAW! ‘নিয়ম মানা যায়না…’, জল্পনা বাড়ালেন জয়শঙ্কর

৭) রিঙ্কু সিংহ : চলতি মরশুমের শুরুর থেকেই সেরকম একটা ফর্মে নেই কেকেআরের ফিনিশার। যদিও সেভাবে খেলার সুযোগও তিনি পাননি। তবে এবার ঘরের মাঠে রান তুলতে চাইবেন সেকথা বলাই বাহুল্য।

৮) আন্দ্রে রাসেল : শুরুর থেকেই ঝড় তুলেছেন যেন। ঘরের মাঠেও তাণ্ডব চালাবেন সেকথা বলাই বাহুল্য।

৯) শারফেন রাদারফোর্ড : খুব সম্ভবত, স্টার্কের বদলে শারফেন রাদারফোর্ডকে দলে নেবে কলকাতা। ওয়েস্ট ইন্ডিজ়ের এই অলরাউন্ডার থাকলে কেকেআরের ব্যাটিং আরও মজবুত হবে।

আরও পড়ুন : তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি! ইজরায়েলের উপর মিসাইল হামলা ইরানের, তৈরি আমেরিকা-ব্রিটেনও? মুখ খুলল ভারত

১০) হর্ষিত রানা : আপাতত মাঠের বাইরে রয়েছেন বৈভব আরোরা। সেই জায়গায় দেখা যেতে পারে বৈভব আরোরাকে।

১১) বরুণ চক্রবর্তী : এই তারকাকে নিয়ে এখনও সংশয় রয়েছে। যেহেতু এখনও ফর্মে নেই তাই মাঠে নামলে সেরাটা দিতে চাইবেন।

১২) চেতন সাকারিয়া (ইমপ্যাক্ট প্লেয়ার) : স্টার্ককে বসিয়ে দেওয়ার কারণে বাঁহাতি পেসার হিসেবে দলে থাকতে পারে সাকারিয়া।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর