এবার রাজভবন হয়ে যাবে জাদুঘর? মমতার দাবিতে তোলপাড় রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুদিন থেকে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। একাধিকবার একাধিক ইস্যুতে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জোর আক্রমণ শনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার ফের বিজেপি আমলে রাজ্যপালেরা সমান্তরাল সরকার চালাচ্ছেন বলে ফের অভিযোগ তৃণমূল সুপ্রিমোর।

ঠিক কি বললেন মমতা? এদিন মমতা বলেন, ‘‘রাজ্যপালের রাজ্য নেই। পালের গোদা রয়েছেন!’’ এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে নিজের দাবি জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘রাজভবনগুলিকে মিউজ়িয়াম করে দেওয়া হোক। ব্রিটিশ আমলে রাজভবনের (রাজ্যপালের) প্রয়োজন ছিল। এখন আর সেসবের কোনও প্রয়োজন নেই।’’

আর কি কি দাবি মমতার? এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘রাজ্যপালেদের দিয়ে সমান্তরাল সরকার চালানো হচ্ছে। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার থাকতে রাজ্যপালের প্রয়োজন কোথায়? যদি শপথ গ্রহণ করানোর জন্য প্রয়োজন হয় তা হলে তা তো প্রধান বিচারপতি করতে পারেন।’’

আরও পড়ুন: ‘পারলে… আসুন’, এবার রাজ্যপালকে ‘বিরাট’ চ্যালেঞ্জ মমতার! মানবেন সিভি আনন্দ বোস?

এদিন ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদলের প্রসঙ্গ তুলে মমতার তোপ, ‘‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদলই এখন রাজ্যপালের কাজ হয়ে দাঁড়িয়েছে। সেই সব জায়গায় বিজেপি-আরএসএসের লোকেদের বসানো হচ্ছে। এটাই কি তার কাজ?’’

আরও পড়ুন: ‘মহাদেবকে অপমান’, ‘ছুঁড়ে দিচ্ছেন…’, মমতার শিব পুজোর ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল নেটপাড়া

প্রসঙ্গত, দুদিন আগেই ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে সিভি আনন্দ বোসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি তাহলে দল তৈরি করুন। ভোটে জিতে আসুন। বিজেপির হয়ে ভোটে দাঁড়ান। যদি জিততে পারেন। ১০০ বছরেও হবে না।” পাশাপাশি রাজ্যপালের ভূমিকাকে ‘বিজেপির দালালি’ বলেও উল্লেখ করেছেন।

mamata

আর শনিবার ফের রাজ্যপাল ইস্যুতে সরব মমতা। যদিও মমতার দাবি মানতে নারাজ বিজেপি। গেরুয়া শিবিরের মত রাজ্যপাল পদ তুলে দেওয়ার দাবি ‘অগণতান্ত্রিক ও সংবিধানবিরোধী’।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর