বাংলা হান্ট ডেস্ক: ১৯৭৯ খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকার মোটর ভেহিক্যালস আইনের সংশোধনী বিল সংসদের দুই কক্ষে আগস্ট মাসে পেশ করায়। সড়ক দুর্ঘটনা কমানো, এবং মানুষ যাতে ট্রাফিক আইন না ভাঙ্গে তার জন্য সংশোধিত আইনে জরিমানা অঙ্ক কয়েকটি ক্ষেত্রে ১০ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। এমনকি কারাবাসেরও সংস্থান রাখা হয়েছে এই আইনে। গত ১লা সেপ্টেম্বর থেকে সমস্ত রাজ্যে এই আইন চালু করার জন্য নির্দেশিকাও জারি করে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক।
যদিও গত ২৮শে আগস্ট রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানিয়ে দেন যে, “ওই আইন এখনই চালু হচ্ছে না রাজ্যে “।
তারপর আজ নবান্নে একটি সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীকে মোটর ভেহিক্যাল আইন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, মটোর ভেহিক্যালস সংশোধিত আইন এ রাজ্যে কার্যকর করা হবে না। তিনি বলেন,” আমরা ওই সংশোধিত আইন কার্যকর করবো না। আমি বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেছি।রাজ্যে অনেক গরিব মানুষ আছে। আমি তাদের ওপর বাড়তি বোঝা চাপাতে চাই না।” তিনি জরিমানার অংকের প্রসঙ্গ টেনে বলেন, “বিরোধীদের কথা না শুনেই একতরফাভাবে কেন্দ্রীয় সরকার ওই আইন পাশ করিয়েছে।শুরু থেকেই ওই আইন নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে। কিন্তু সরকার সেই প্রতিবাদে কর্ণপাত করেনি। ”
শুধু এই রাজ্যের নয়,গোটা দেশজুড়েই এই আইনে বর্ধিত জরিমানার অংক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমব,ঙ্গের মতো পাঞ্জাব, রাজস্থান তেলেঙ্গানা, কেরল, ছত্রিশগড়ে এই আইন কার্যকর হয়নি।