চিকিৎসকদের অসামান্য অবদানের কথা মাথায় রেখে, ১ জুলাই গোটা রাজ্যে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ. মানুষের কাছে দ্বিতীয় ভগবান তারাই। কারণ এই পৃথিবীতে ভগবানের পর যদি কেউ মানুষকে জীবন দান করতে পারেন, তারা হলেন চিকিৎসক। গত দেড় বছর ধরে তারাই রয়েছেন ফ্রন্টলাইন যোদ্ধার ভূমিকায়। যুদ্ধের অস্ত্র যদিও গুলি-বন্দুক বোমা নয়, অস্ত্র হলো স্টেথোস্কোপ আর পোশাক সাদা অ্যাপ্রোন। গত দেড় বছর ধরে দিনরাত এক করে লাগাতার কোভিডের চিকিৎসায় লড়াই চালিয়ে যাচ্ছেন এই যোদ্ধারা। যুদ্ধে লড়তে লড়তে প্রাণও হারিয়েছেন অনেকেই। গতবছর প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) উদ্যোগে ফ্রন্টলাইন যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে প্রদীপ জ্বালিয়ে ছিল গোটা দেশ। হেলিকপ্টার থেকে পুষ্প বর্ষাও করা হয়েছিল সরকারি নির্দেশে।

এবার ফের একবার চিকিৎসকদের প্রতি শ্রদ্ধায় বিনম্র হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, আগামী পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস (National Doctor’s Day) উপলক্ষে ছুটি থাকবে গোটা রাজ্য জুড়ে। গত দেড় বছর ধরে অক্লান্ত লড়াই করা চিকিৎসকদের সম্মান জানাতেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯১ সালে প্রথম জাতীয় চিকিৎসক দিবস হিসেবে চিহ্নিত করা হয় ১ জুলাই দিনটিকে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিখ্যাত চিকিৎসক ড. বিধানচন্দ্র রায়(Dr. Bidhan Chandra Roy) জন্মগ্রহণ করেছিলেন ১ জুলাই। তার স্মৃতির উদ্দেশ্যেই এই দিনটিকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। এবার সেইদিনই পশ্চিমবঙ্গের সমস্ত চিকিৎসককূলকে সম্মান জানালো রাজ্য সরকার।

গতকাল জাতীয় চিকিৎসক দিবসের কথা মাথায় রেখে করোনা চিকিৎসায় অগ্রণী ভূমিকা নেওয়া চিকিৎসকদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারত তথা সারা বিশ্বের এই দুর্দিনে তারাই এখন বড় ভরসা। সে কথা মাথায় রেখেই তাদের উদ্দেশ্যে বড় সম্মান জ্ঞাপন করল সরকার।

Abhirup Das

সম্পর্কিত খবর