বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয়ই। এই আবহে উত্তর ২৪ পরগনা জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সন্দেশখালি কাণ্ডের পর কেটে গিয়েছে প্রায় দুমাস। শেখ শাহজাহান গ্রেফতারির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও এলাকার বিভিন্ন জায়গায় জারি রয়েছে ১৪৪ ধারা।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ১০ মার্চ ব্রিগেডের সভার পর ২৪ পরগনাতে যাবেন মমতা। সেখানে হাবড়ায় সভা করতে পারেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি ঘটনার পর গত ৬ই মার্চ উত্তর ২৪ পরগনার বারাসতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকে শাসকদলকে জোর আক্রমণ শানান প্রধানমন্ত্রী। তারই উত্তর দিতে এবার হাবড়ায় মমতার সভা এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এখানে উল্লেখ করা যেতে পারে, হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী ও প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে রেশন দুর্নীতির অভিযোগে জেলবন্দি। এই পরিস্থিতিতে মমতার এই সভা একাধিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উত্তর ২৪ পরগনা জেলায় রাজনীতিতে জ্যোতিপ্ৰিয় ওরফে বালুর ভূমিকা কারও অজানা নয়। এবার তার অনুপস্থিতিতে মমতা ঠিক কী বার্তা দেয় সেটাই দেখার।
আরও পড়ুন: ED পেটানোর সময় শাহজাহানের ফোনে কোন বিধায়কের ফোন? কী কথা হয়েছিল? সব ফাঁস করল CBI
প্রশাসনিক সূত্রে খবর, ১০ মার্চ সরকারি পরিষেবা প্রদান ও একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেই নিয়ে ইতিমধ্যেই জেলায় প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। যে কোনো ভোটের আগেই তৃণমূল সুপ্রিমোর জেলা সফর নতুন কিছু নয়। তবে উত্তর ২৪ পরগনার হাবড়ার এই সভা সন্দেশখালিকে নজরে রেখেই ঠিক হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।