মহিলাদের জন্য সম্পদের চাবিকাঠি হয়ে উঠবে এই স্কিমগুলি! Women’s Day-তেই করে ফেলুন বিনিয়োগ

বাংলা হান্ট ডেস্ক: আজকের দিনটি অর্থাৎ ৮ মার্চ, ২০২৪ তারিখটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) হিসেবে পালিত হয়। বলা হয়ে থাকে যে এই দিনের ইতিহাস ১৯০৮ সালের সাথে যুক্ত। বিংশ শতাব্দীতে আমেরিকা ও ইউরোপে শ্রমিক আন্দোলনের মধ্যে আন্তর্জাতিক নারী দিবসের জন্ম হয়। দিনটির পূর্ণ স্বীকৃতি পেতে অনেক বছর লেগেছে। মূলত, ওই আন্দোলনে নারীরা তাঁদের কাজ করার সময় সীমাবদ্ধ করার দাবি জানিয়েছিলেন। রাশিয়ার মহিলারাও প্রথম বিশ্বযুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করে নারী দিবস পালন করেন।

এখন নারীরা যথেষ্ট শক্তিশালী: ইতিমধ্যেই এই বিশেষ দিনটি ১১৬ বছর ধরে পালিত হচ্ছে। শুধু তাই নয়, এখন নারীরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছেন এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে তাঁরা পুরুষদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছেন। পাশাপাশি, তাঁরা ব্যবসা করছেন, অনেকে আবার বড় কোম্পানির নেতৃত্বও দিচ্ছেন। অনেকে আবার বিনিয়োগের জটিল বিষয় সম্পর্কেও অগ্রণী ভূমিকা পালন করছেন। এক কথায় তাঁরা আর্থিক দিক থেকে হয়ে উঠছেন স্বাবলম্বী। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে মহিলাদের সম্পর্কিত এমন কিছু স্কিম সম্পর্কে জানাবো যেগুলি বিনিয়োগের ক্ষেত্রে সেরা। এছাড়াও, সেগুলিতে দুর্দান্ত রিটার্নের পাশাপাশি কোনো ঝুঁকিও থাকে না।

মহিলা সম্মান সেভিং স্কিম: প্রথমে আমরা যে স্কিমটির বিষয়ে জানাবো সেটির নাম হল মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিম। যেটি মহিলাদের জন্য উপলব্ধ একটি বিশেষ সঞ্চয় প্রকল্প। এই স্কিমের সাথে সম্পর্কিত অ্যাকাউন্ট পোস্ট অফিস বা কোনো অনুমোদিত ব্যাঙ্কে খোলা যেতে পারে। মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমে ন্যূনতম ১,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। এর পরে, এই অ্যাকাউন্টে ১০০ টাকার গুণতিকে বিনিয়োগ করা যেতে পারে। এর জন্য বিনিয়োগের সর্বোচ্চ সীমা ২ লক্ষ টাকা। সরকার মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমের জন্য সুদের ঘোষণাও করেছে। এর আওতায় প্রতি বছর ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাবে। এই সুদ ত্রৈমাসিক ভিত্তিতে গণনা করা হবে এবং সেই অর্থ অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

 These schemes will help women financially

LIC-র আধারশিলা পলিসি: LIC-র আধারশিলা পলিসি মহিলাদের জন্য একটি অন্যতম সেরা স্কিম বলে মনে করা হয়। এটি একটি নন-লিঙ্কড পার্সোনাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম। এর অধীনে, বিনিয়োগকারী ম্যাচুরিটির ওপর একটি ফিক্সড অ্যামাউন্ট পান। এদিকে, পলিসি শেষ হওয়ার আগেই যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় সেক্ষেত্রে তাঁর পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়। এই পলিসির অধীনে, কমপক্ষে ৭৫,০০০ টাকা বেসিক সাম অ্যাসিওর্ড রূপে উপলব্ধ হয়। উল্লেখ্য যে, এই বিমাকৃত অর্থের সর্বাধিক পরিমাণ হল ৩ লক্ষ টাকা। যেটিতে আপনি মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক এবং বার্ষিক পেমেন্টের বিকল্প পাবেন। এই প্ল্যানে ম্যাচুরিটির ক্ষেত্রে পলিসিহোল্ডারের সর্বোচ্চ বয়স ৭০ বছরের বেশি হওয়া উচিত নয়।

আরও পড়ুন: মহাশিবরাত্রির দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম! ৩০ বছর পর জ্ঞানবাপীতে চলছে দর্শন! চরম খুশি ভক্তরা

পোস্ট অফিসের MIS স্কিম: পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (MIS) মহিলাদের জন্য একটি সেরা স্কিম হিসেবে বিবেচিত হয়। এই স্কিমে, একবার একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করে, প্রতি মাসে সুদের আকারে নিয়মিত আয় সেট করা যেতে পারে। এক্ষেত্রে ৫ বছরের লক-ইন পিরিয়ড আছে। এই স্কিমে, সর্বোচ্চ বিনিয়োগের সীমা একক অ্যাকাউন্টের জন্য ৪.৫ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টের জন্য ১৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: প্রতিরক্ষা খাতে হবে ইতিহাস! আধুনিক ফাইটার জেটের বিশাল কোম্পানি তৈরির পথ প্রশস্ত কেন্দ্রের

এখানে ১৫ লক্ষ টাকার বিনিয়োগের ক্ষেত্রে মাসিক ৯,০০০ টাকা (৮,৮৭৫ টাকা) মাসিক আয় করা যায়। এই আয় সকল জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারের মধ্যে সমানভাবে বন্টন করা হবে। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক মাস পরে সুদ দেওয়া হয়। একটি সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য, ৯ লক্ষ টাকার বিনিয়োগে মাসিক সুদের আয় প্রায় ৫,৩২৫ টাকা হবে। যেখানে একটি যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার বিনিয়োগে, মাসিক সুদের আয় ৮,৮৭৫ টাকা হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর