ই-স্কুটারের উপর বাম্পার ডিসকাউন্ট! এক ধাক্কায় ২৫ হাজার টাকা ছাড় দিচ্ছে Ola, দেখে নিন ঝটপট

বাংলা হান্ট ডেস্ক : বৈদ্যুতিক স্কুটার (Electric Vehicle) প্রেমীদের জন্য সুখবর। মার্চের শুরুতেই দূর্দান্ত অফার নিয়ে এসেছে Ola। নজরকাড়া ডিসকাউন্টের পাশাপাশি পেয়ে যাবেন বর্ধিত ওয়ারেন্টিও। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুটার কিনলে ২৫ হাজার পর্যন্ত ছাড় দিচ্ছে সংস্থাটি। তাই যারা ইলেকট্রিক স্কুটার কেনার কথা চিন্তাভাবনা করছেন তারা আর দেরি না করে ঝটপট এই প্রতিবেদনটি পড়ে ফেলুন।

এখানে বলে রাখা ভালো যে, ওলা তাদের কিছু নির্দিষ্ট মডেলের উপরেই স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে। তবে সংস্থাটি তাদের সমস্ত ই স্কুটারে ৮ বছর/৮০,০০০ কিলোমিটারের বর্ধিত ওয়ারেন্টি দিচ্ছে। উল্লেখ্য, গ্রাহক সুবিধার্থে সংস্থাটি তাদের সার্ভিস নেটওয়ার্কও উন্নত করেছে। এইমুহুর্তে দেশজুড়ে প্রায় ৪১৪টি সার্ভিস সেন্টার রয়েছে। চলুন দেখে নিই কোন কোন মডেলের উপর এই অফার রয়েছে।

   

Ola S1 Pro Gen 2 : ওলার এই মডেলটির বাজার দর প্রায় ১.৪৭ লক্ষ টাকা (এক্স শোরুম)। তবে স্পেশাল ডিসকাউন্টের পর এই স্কুটারের দাম পড়বে ১.২৯ লক্ষ টাকা। অর্থাৎ এখন যদি আপনি Ola S1 Pro Gen 2 কেনেন তাহলে প্রায় ১৭,৫০০ টাকা বাঁচিয়ে নিতে পারবেন।

আরও পড়ুন : সেনা সরছেই, ভারতীয় হেলিকপ্টারের উপর দখল মালদ্বীপ সেনার! চিনের কোলে বসে হম্বিতম্বি মুইজ্জুর

Ola S1 Air : সংস্থাটির অপর একটি জনপ্রিয় মডেল হল Ola S1 Air। সম্প্রতি এই মডেলটির উপরেও দারুন ছাড় দিচ্ছে ওলা। এমনিতে স্কুটারটির বাজার মূল্য ১.১৯ (এক্স শোরুম) লক্ষ হলেও আপনি এই অফার পিরিয়ডে স্কুটারটি মাত্র ১.০৪ লক্ষ টাকায় (এক্স শোরুম) কিনতে পারবেন।

আরও পড়ুন : ভোটের মুখে বড় খবর, প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগ! এইদিন থেকে শুরু আবেদন

Ola S1 X Plus : অফার পিরিয়ডে দূর্দান্ত ছাড় পেয়ে যাবেন ওলার Ola S1 X Plus মডেলটিতেও। ১.০৯ লক্ষ টাকার এই ই বাইকটি আপনি ঘরে আনতে পারবেন মাত্র ৮৪,৯৯৯ টাকায়। অর্থাৎ এক ধাক্কায় ২৫ হাজার টাকা সাশ্রয় করতে পারবেন গ্রাহকরা। এখানে জানিয়ে রাখি, এই সমস্ত অফার জারি থাকবে আগামী ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর