ভোটের মুখে বড় খবর, প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগ! এইদিন থেকে শুরু আবেদন

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভোটের মুখে বড় ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board)। সূত্রের খবর, মোট দুটি পদমর্যাদায় চলবে রিক্রুটমেন্ট (Recruitment)। মূলত সাব ইন্সপেক্টর (Sub Inspector) এবং রাজ্য পুলিশের কনস্টেবল (Constable) পদে চলবে নিয়োগ। আগ্রহী প্রার্থীরা কবে থেকে আবেদন করতে পারবেন, কত টাকা খরচ হবে সবকিছু বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে।

প্রথমেই বলে রাখি, সম্প্রতি যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে মোট দুটি পদে চলবে রিক্রুটমেন্ট। এই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যার মধ্যে কনস্টেবল পদে নিয়োগ হবে ১১,৭৪৯ জন এবং সাব ইন্সপেক্টর (সশস্ত্র এবং নিরস্ত্র শাখা) পদে নিয়োগ হবে প্রায় ৪৬৪ জন।

   

বয়সের সীমা : যারা কনস্টেবল পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে যথাক্রমে ১৮ থেকে ৩০ বছর। এবং যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চান তাদের বয়স হতে হবে যথাক্রমে ২০-৩০ বছরের মধ্যে। তবে যারা সংরক্ষণের অধিকারী তারা উভয় পদের ক্ষেত্রেই বয়সের সীমায় ছাড় পাবেন।

আরও পড়ুন : সবার সেরা TCS, ছাপিয়ে গিয়েছে বিশ্বের তাবড় তাবড় কোম্পানিকে! বিশ্বমঞ্চে নয়া রেকর্ড Tata-র

শিক্ষাগত যোগ্যতা : কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। অন্যদিকে সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চাইলে প্রার্থীকে অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও শারীরিক পরিমাপ সহ আরও একাধিক মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের।

পরীক্ষা পদ্ধতি : কনস্টেবল পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর শারীরিক পরিমাপের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আরও পড়ুন : ভোটের মুখে বিরাট ঘোষণা, ফের এক দফায় DA বাড়াল কেন্দ্র! কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে?

যেখানে সাব ইন্সপেক্টর পদের জন্য উপরোক্ত সমস্ত পরীক্ষা ছাড়াও ইন্টারভিউয়ের আগে একটি ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

951964 wb police recruitment

আবেদন পদ্ধতি : ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জানাচ্ছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের ফর্ম পূরণ করতে হবে। সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পর পেমেন্ট করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এখানে বলে রাখা ভালো, যারা অসংরক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ধার্য্য করা হয়েছে ১৯৩ টাকা (উভয় পদের ক্ষেত্রেই)।

তবে যারা সংরক্ষিত শ্রেণীভুক্ত তারা উভয় পদের জন্য মাত্র ৪৩ টাকা দিয়েই আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যথাক্রমে ৭ মার্চ থেকে। আবেদন চলবে যথাক্রমে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। আরও বিশদে জানতে বেঙ্গল পুলিশের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর