সবার সেরা TCS, ছাপিয়ে গিয়েছে বিশ্বের তাবড় তাবড় কোম্পানিকে! বিশ্বমঞ্চে নয়া রেকর্ড Tata-র

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ সময় ধরে TCS বা Tata Consultancy Services ভারতের সবচেয়ে বড় নিয়োগাকারী সংস্থা গুলোর মধ্যে রয়েছে। এবার সেই কোম্পানির মাথায় জুড়ে গেল নয়া মুকুট। বিশ্বের তাবড় তাবড় কোম্পানিগুলোর মধ্যে নাম উঠে এল TCS এর নাম। টাটা কনসালটেন্সি সার্ভিস এই নিয়ে টানা 9 বছর নিজের স্থান ধরে রেখেছে। চলুন দেখে নেওয়া যাক কী নয়া রেকর্ড গড়ল IT জায়ান্ট।

কিছুদিন আগেই মোট 32টি দেশের একাধিক নামি দামী সংস্থার কর্মী নিয়োগের ওপর একটি সমীক্ষা চালানো হয়। এক আন্তর্জাতিক সংস্থা এই সমীক্ষা চালায়। আর সেখানেই জায়গা করে নিয়েছে TCS। আর জায়গা করে নিয়েছে বললে কম বলা হয়, কারণ একদম প্রথম স্থান গ্রহণ করেছে সংস্থাটি। শুনলে অবাক হবেন যে, বিশ্বের মোট 153টি দেশ থেকে কর্মী কাজ করছেন TCS এ।

বিষয়টি সম্পর্কে টাটা কনসালটেন্সি সার্ভিসের বয়ান আসে যে, ‘নতুন প্রতিভাকে তুলে আনার জন্যেই আমরা যুব সমাজকে কাজের সুযোগ দিয়ে থাকি। টানা 9 বছর ধরে বিশ্বের অন্যতম নিয়োগকর্তা হিসেবে নাম থাকায় আমাদের কোম্পানি অনেক বেশি শক্তিশালী হয়েছে।’ উল্লেখ্য যে, এই সমীক্ষা চালানো হয়েছে গত 2023 সালের 31 ডিসেম্বর অবধি।

আরও পড়ুন : চরম চমক, বিজেপির প্রার্থী হচ্ছেন ঝুলন গোস্বামী? কোন আসনে? মুখ খুললেন ভারতীয় পেসার

edb54a4c ea9a 47e5 b474 f50937755cdb

বর্তমানে TCS এর কর্মীরা ছড়িয়ে রয়েছেন মোট 55টি দেশে। আর সবমিলিয়ে তাদের কর্মীর সংখ্যা রয়েছে 6 লক্ষ 3 হাজার 305 জন। আরও জানা যাচ্ছে যে, তাদের কর্মী রয়েছে 153টি দেশ থেকে। মোট কর্মী সংখ্যার 35.7% মহিলা। এই রেকর্ড থাকার কারণে সমীক্ষাকারি সংস্থা ‘টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট’ TCS কে দীর্ঘস্থায়ী ভরসাযোগ্য শীর্ষ নিয়োগকর্তা বলে উল্লেখ করেছে।

আরও পড়ুন : উপহারের সামগ্রী বেচে দেশের স্বার্থে ১৫০ কোটি দান! নজির গড়লেন প্রধানমন্ত্রী

tcs digital interview questions

বিষয়টি সম্পর্কে TCS চিফ মিলিন্দ লাক্কাদ বলেন, ‘টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউটের থেকে বিশ্বব্যাপী শীর্ষ নিয়োগকর্তা হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা আনন্দিত। কোম্পানি যে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে এটাই তার প্রমাণ। পরপর 9 বছর আমরা এই এই শংসাপত্র পেলাম। বিশ্ব মঞ্চে এটা আমাদের আলাদা জায়গা দেবে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর