উপহারের সামগ্রী বেচে দেশের স্বার্থে ১৫০ কোটি দান! নজির গড়লেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election 2024), আর তার আগে দলকে সুষ্ঠুভাবে চালানোর জন্য বিজেপির তহবিলে 2000 টাকা দান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেবার পার্টি ফান্ডে দান করার উৎসাহ দিয়ে এবার দেশ সেবায় দান করলেন 150 কোটি টাকা! এই টাকা ব্যয় করা হবে গঙ্গা শোধন প্রকল্পে। আর লোকসভা ভোটের আগেই একথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী।

এখানে উল্লেখ্য যে, দেড়শো কোটি টাকা একেবারে নিজের পকেট থেকে দেননি মোদী। আসলে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া দেশ-বিদেশের উপহার সামগ্রী নিলামে বিক্রি করেই দেড়শো কোটি টাকা উঠেছে তার। আর এই টাকাই ব্যয় করা হবে গঙ্গা শোধন প্রকল্পে। নিজের সভাতেই সেকথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অন্যদিকে তেলেঙ্গানা সফরে সেরাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রধানমন্ত্রীকে উপহার স্বরূপ দিয়েছেন সোলার তৈরি একটি দামি দ্রব্য।নিজের সভাতে উপহারের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি যেসমস্ত পণ্য উপহার হিসেবে পেয়েছেন তা নিলাম করে গরিব ছাত্রদের পড়াশুনোর খরচে ব্যয় করেছেন।

আরও পড়ুন : চরম চমক, বিজেপির প্রার্থী হচ্ছেন ঝুলন গোস্বামী? কোন আসনে? মুখ খুললেন ভারতীয় পেসার

screenshot 2023 10 02 140948 1696236605805 1696236620457

তবে উপহার হিসেবে পাওয়া পণ্য বিক্রী করার ক্ষেত্রে নরেন্দ্র মোদী প্রথম নেতা নন, এর আগে অনেক রাষ্ট্রপ্রধানরাও এই একই কাজ করেছেন। আসলে কি হয় যে, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা সরকারি অনুষ্ঠান অথবা রাষ্ট্রীয় সফরে গিয়ে যেসমস্ত উপহার পেয়ে থাকেন তা সরকারের তোষাখানায় জমা করে দেওয়াই দস্তুর। পরে সেখান থেকে কিছু দ্রব্য অনেকেই নিলামে বিক্রি করেছেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর